SSC | ‘ওখানে যাঁরা আছেন তাঁদের অনেকেই হয়তো অযোগ্য,’ চাকরিহারাদের বিক্ষোভ প্রসঙ্গে মন্তব্য ব্রাত্যর

SSC | ‘ওখানে যাঁরা আছেন তাঁদের অনেকেই হয়তো অযোগ্য,’ চাকরিহারাদের বিক্ষোভ প্রসঙ্গে মন্তব্য ব্রাত্যর

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : এসএসসি ভবনের বাইরে রাতভর অবস্থান চালিয়ে গিয়েছেন বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকেরা। মঙ্গলবার সকালেও চলছে প্রতিবাদ। কথা ছিল সোমবার ‘যোগ্য-অযোগ্য’র তালিকা প্রকাশ করবে এসএসসি। কিন্তু কোনও তালিকাই প্রকাশিত হয়নি। আর কথা দিয়ে কথা না রাখায় এসএসসি আর মধ্যশিক্ষা পর্ষদ ভবনের সামনে রাতভর ধর্না চালিয়ে যান ‘যোগ্য’ শিক্ষকরা। সোমবার রাতে আচার্য সদনের সামনে থেকে তাঁরা দাবি তোলেন জানান, যোগ্য-অযোগ্য ফারাক করতেই হবে। নইলে তাঁদের অবস্থান চলবেই।

এদিকে, কেন দিনক্ষণ জানানো সত্ত্বেও তালিকা প্রকাশ করল না এসএসসি? এসএসসির তরফে জানানো হয়েছে, আইনি বাধা রয়েছে এতে। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও বলেছেন, ‘যাঁরা বঞ্চিত শিক্ষক, সুপ্রিম কোর্টের নির্দেশমতো তাঁদের বেতন পাওয়া নিয়ে কোনও সমস্যা নেই। তাই এই আন্দোলনেরও কোনও মানে নেই। আর যাঁরা ওখানে আছেন (এসএসসি দপ্তরের সামনে বিক্ষোভকারী চাকরিহারারা), তাঁদের অনেকেই হয়তো অযোগ্য। তাঁদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনও গাইডলাইন না দিলে তো আমরা কিছু বলতে পারি না।’ ব্রাত্যর সংযোজন, ‘আমরা দ্রুত রিভিউ পিটিশনের জন্য যাচ্ছি। সুপ্রিম কোর্টই আমাদের গাইডলাইন দেবে। আমরা যেভাবে এগোচ্ছি, তাঁদের আস্থা রাখা উচিত। এখন আস্থা রাখবেন কি রাখবেন না, সেটা তাঁদের ব্যাপার।’

প্রসঙ্গত, যোগ্য ও অযোগ্য আলাদা না করা যাওয়ায় সুপ্রিম কোর্ট ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করেছে। যার ফলে চাকরিচ্যুত হয়েছেন প্রায় ২৬ হাজার জন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *