বিশ্বজিৎ প্রামাণিক, পতিরাম: বান্ধবীর বাড়ি থেকে ফেরার পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর পথ আটকে প্রাণঘাতী হামলার ঘটনায় আতঙ্ক ছড়াল। শনিবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম ইদ্রাকপুর এলাকায় ওই ছাত্রীকে দুই যুবক বাইকে করে এসে মাথায় ও গলায় আঘাত করে। ওই ছাত্রীর চিৎকার শুনে এক টোটোচালক এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পতিরাম থানার পুলিশ ঘটনাস্থলে এসে আশঙ্কাজনক অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রী নাজিরপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা। শনিবার সে মাদারগঞ্জে এক বান্ধবীর বাড়ি নোটস আনতে গিয়েছিল। এই হামলার নেপথ্যে প্রেমঘটিত কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। জানা গেছে, যুবতীর রাকেশ সরকার নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু কয়েক মাস আগে তা ভেঙে যায়। কিছুদিন আগে সে রাকেশ নামে ওই যুবকের বাড়ির সামনে ধর্নায়ও বসেছিল। সেই রাগেই তার উপর হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। আক্রান্ত মেয়েটির জামাইবাবু পতিরাম থানায় রাকেশ সরকারের বিরুদ্ধে ছক কষে খুনের চেষ্টা ও শ্লীলতাহানির ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন, সঙ্গে দুই অজ্ঞাত ব্যক্তিরও উল্লেখ করেছেন। পতিরাম থানার ওসি সৎকার সাংবো জানিয়েছেন, ‘অভিযোগ পাওয়ার সাথে সাথেই রাকেশ সরকারকে গ্রেপ্তার করে বালুরঘাট কোর্টে তোলা হয়েছিল। কোর্টের নির্দেশে তিনদিনের রিমান্ড নেওয়া হয়েছে। বাকিদের খোঁজ চলছে।’ আক্রান্ত ছাত্রীটির দিদি জানিয়েছেন, ‘ওরা বোনকে মেরে ফেলার জন্যই এই আক্রমণ করেছিল। এই প্রসঙ্গে তপন বিধানসভার বিজেপি বিধায়ক বুধরাই টুডু জানিয়েছেন, ‘একজন মহিলা মুখ্যমন্ত্রীর আমলে রাজ্যের মহিলারা নিরাপদ নেই। এমনকি যারা নারী নির্যাতন করে তাদের তৃণমূল সুরক্ষা দেয়। আমি এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানাই।’