South Dinajpur | দক্ষিণ দিনাজপুরে বিধানসভা নির্বাচনে ৬-০ করার ডাক তৃণমূলের

South Dinajpur | দক্ষিণ দিনাজপুরে বিধানসভা নির্বাচনে ৬-০ করার ডাক তৃণমূলের

শিক্ষা
Spread the love


রাজু হালদার, গঙ্গারামপুর: বৃহস্পতিবার গঙ্গারামপুরের এক সভায় আগামী বিধানসভা ভোটে দক্ষিণ দিনাজপুর জেলায় ৬-০ করার ডাক দিল তৃণমূল। এই ছয়টি আসনের মধ্যে তিনটি তৃণমূল কংগ্রেস ও অপর তিনটি বিজেপির দখলে রয়েছে। এখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গড়ও দখল করতে চাইছে শাসকদল। এদিন তৃণমূল কিষান খেতমজুর সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসুর মুখে সেই কথাই শোনা গেল। সুকান্তর গড়ে পূর্ণেন্দুর এই বক্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলেছে। দক্ষিণ দিনাজপুরের তৃণমৃল ছাত্র সংগঠনের গোষ্ঠীকোন্দলের পাশাপাশি বিপ্লব মিত্র ও তাঁর বিরোধীদের গোষ্ঠীকোন্দল যেভাবে প্রকাশ্যে চলে এসেছে, তার ফলে পূর্ণেন্দুর আশা কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্ন থাকছেই।

এদিন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কিষান খেতমজুর সংগঠনের বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত হয়। গঙ্গারামপুর রবীন্দ্র ভবনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ণেন্দু, তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, কুশমণ্ডির বিধায়ক রেখা রায়, গঙ্গারামপুর ব্লক তৃণমূল সভাপতি শংকর সরকার সহ তৃণমূল নেতারা। এদিনের কর্মীসভায় দলের সমস্ত স্তরের নেতা-কর্মীদের এক হয়ে আগামী বিধানসভা নির্বাচনে লড়ার বার্তা দেন পূর্ণেন্দু। তিনি বলেছেন, ‘আগামী বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলায় ছয়টি আসনে তৃণমূল যাতে জয়লাভ করতে পারে, তার জন্য এখন থেকে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে হবে। সবাইকে একসঙ্গে কাজ করে জয় নিশ্চিত করতে হবে।’

এদিনের এই কর্মীসভা থেকে এসআইআর নিয়ে সরব হন পূর্ণেন্দু। পাশাপাশি বিজেপি এবং সুকান্তর বিরুদ্ধেও তোপ দাগেন। এবিষয়ে তাঁর বক্তব্য, ‘বিজেপি বাস্তবে কোনও কাজ করে না। শুধু বিভাজনের রাজনীতি করে। বিজেপি নির্বাচনে যা প্রতিশ্রুতি দেয়, তার কোনওটাই পালন করে না। বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্তকে ভোট দিয়ে জয়ী করেছেন জেলাবাসী। অথচ এই জেলার জন্য কাজের কাজ কিছুই করতে পারেননি।’ তৃণমূল জেলা সভাপতি সুভাষ জানান, আগামী বিধানসভা নির্বাচনের আগে দলকে সাংগঠনিকভাবে আরও বেশি শক্তিশালী করতেই এই কর্মীসভার আয়োজন করা হয়েছিল।

যদিও পূর্ণেন্দুর এই বক্তব্যকে পাত্তা দিতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর কথায়, ‘গঙ্গারামপুরে দলীয় কর্মসূচিতে এসে পূর্ণেন্দু  বলেছেন, বিজেপি জেলায় কিছুই করেনি। এসব তৃণমূলের অপব্যাখ্যা, মিথ্যা প্রচার। ক্ষমতাসীন তৃণমূল ক্ষমতায় থাকবার পরেও গঙ্গারামপুর সহ জেলাজুড়ে কোনও কাজই করেনি।’ আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল দক্ষিণ দিনাজপুর জেলার ছয়টি আসনের মধ্যে একটি আসনও পাবে না বলেই জানিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *