উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ফের রক্তাক্ত ভূস্বর্গ। পহেলগাম হামলার দু’দিন পর উধমপুরে জঙ্গিদের গুলিতে শহিদ হলেন এক সেনা জওয়ান। পর্যটকদের ওপর হামলার পর উপত্যকাজুড়ে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। জওয়ানদের দেখে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই শুরু হয়। জঙ্গিদের গুলিতে এক জওয়ান গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়েছে। অভিযান এখনও চলছে।
ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক্স হ্যান্ডলে জানিয়েছে, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার উধমপুরের বসন্তগড়ে জম্মু ও কাশ্মীর পুলিশকে সঙ্গে নিয়ে একটি যৌথ অভিযান চালানো হয়েছিল। জঙ্গিদের সঙ্গে বাহিনীর গুলির লড়াই হয়। এতে আমাদের এক বীর জওয়ান প্রথমে গুরুতর আহত হন এবং বহু চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি। অভিযান অব্যাহত রয়েছে।’