Sky Drive | পশ্চিম এশিয়ার একাধিক দেশে নিষিদ্ধ অক্ষয় অভিনীত ‘স্কাই ফোর্স’! কেন এই সিদ্ধান্ত?

Sky Drive | পশ্চিম এশিয়ার একাধিক দেশে নিষিদ্ধ অক্ষয় অভিনীত ‘স্কাই ফোর্স’! কেন এই সিদ্ধান্ত?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সারা বিশ্বে মুক্তি পেলেও পশ্চিম এশিয়ায় (Center East) বড়সড়ো ধাক্কা খেল অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত ছবি ‘স্কাই ফোর্স’ (Sky Drive)। পশ্চিম এশিয়ার একাধিক দেশে এই ছবির উপর নিষেধাজ্ঞা (Banned) জারি করা হয়েছে। জানা গিয়েছে, আরব আমিরশাহি, সৌদি আরব, কাতার, ওমান সহ বেশ কয়েকটি দেশে দেখানো হবে না অক্ষয়ের ছবিটি। কিন্তু কী কারণে এই নিষেধাজ্ঞা?

সূত্রের খবর, ‘স্কাই ফোর্স’ ছবিতে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রতিবেশী ইসলামিক রাষ্ট্রকে শত্রুদেশ হিসেবে দেখানো হয়েছে ছবিতে। আর এই ছবির মাধ্যমে দ্বন্দ্বের মনোভাব পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ুক, তা চাইছে না দেশগুলি। সেই কারণেই অক্ষয়ের ছবি পশ্চিম এশিয়ায় দেশগুলিতে নিষিদ্ধ করা হয়েছে। গত ২৪ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘স্কাই ফোর্স’ ছবিটি। শুরুর দিন থেকেই ছবিটি বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে। অক্ষয় কুমার এবং বীর পাহাড়িয়ার অভিনয়ও দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে। অক্ষয়ের আগের কয়েকটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর, এই ছবিটির হাত ধরেই ফের উঠে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু এর মধ্যেই এবার পশ্চিম এশিয়ায় ছবিটি নিষিদ্ধ করে দেওয়া হল। অক্ষয় কুমার ছাড়াও সারা আলি খান, নিমরত কৌর সহ আরও অনেকে রয়েছেন ছবিটিতে।

প্রসঙ্গত, এর আগে একই কারণে হৃতিক-দীপিকার ‘ফাইটার’, ‘গদর ২’, ‘আর্টিকল ৩৭০’, ‘টাইগার ৩’, ‘রুস্তম’ ছবিগুলিও পশ্চিম এশিয়ার একাধিক প্রান্তে নিষিদ্ধ করা হয়েছিল। যদিও ‘স্কাই ফোর্স’ নিষিদ্ধ করার সিদ্ধান্তে সিনে বিশেষজ্ঞরা কিছুটা অবাকই হয়েছেন। কারণ, তাঁদের মতে ছবিটিকে নিষিদ্ধ করার মতো কোনও উগ্র জাতীয়তাবাদ দেখানো হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *