উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পার্লারে যাওয়ার মতন সময় নেই অথচ সামনেই পুজো। সাজগোজ কি আর শুধু পোশাকে আটকে থাকে? পুজোয় ত্বকেরও চাই বাড়তি জেল্লা। ত্বকের ঔজ্জ্বল্য ফিরে পেতে বাজারচলতি যে কোনও পণ্যের উপর ভরসা না করে ত্বকের ধরন অনুযায়ী ঘরেই বানিয়ে নিন কিছু ফেসপ্যাক(Skincare)।
লেবুর রস এবং মধু
লেবুর রস এবং মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। সারা মুখে মেখে নিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন, যাতে ত্বক সতেজ দেখায়।
গ্রিন টি-পুদিনার মাস্ক
গ্রিন টি বানিয়ে নিয়ে তাতে পুদিনা পাতা বাটা ও এক চামচ মধু মিশিয়ে নিন। এই প্যাক মুখে ও হাতে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে তিন দিন ব্যবহার করলে রোদে পোড়া দাগছোপ উঠে যাবে। ত্বক নরম ও মসৃণ হবে।
ডিমের ফেসপ্যাক
একটি ডিম ফাটিয়ে নিয়ে ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করে নিন। এ বার ডিমের সাদা অংশে ১ চামচ চিনি, ১টি ভিটামিন-ই ক্যাপসুল ফাটিয়ে চামচ দিয়ে ভাল করে নাড়িয়ে নিন। মিনিট পনেরো রেখে মুখ ধুয়ে নিন। ত্বক(Skincare) হবে উজ্জ্বল। দাগহীন ত্বক পেতে সপ্তাহে তিন দিন লাগান।