উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি ভবনে আমির খানের (Aamir Khan) নতুন ছবি ‘সিতারে জমিন পর’ (Sitaare Zameen Par)-এর স্পেশাল স্ক্রিনিং। আর তা দেখে মিস্টার পারফেকশনিস্টকে প্রশংসায় ভরালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)।
রাষ্ট্রপতির এক্স (X) হ্যান্ডেলে লেখা, রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে ‘সিতারে জমিন পর’ ছবি দেখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ছবিটি বৈচিত্র্য ও সাম্যের অপূর্ব মেলবন্ধন। রয়েছেন ছবির প্রযোজক তথা মুখ্য অভিনেতা আমির খান সহ অন্যান্য কলাকুশলীরা।
President Droupadi Murmu watched the movie ‘Sitaare Zameen Par’ on the Rashtrapati Bhavan Cultural Centre. The movie, that includes actual folks with neurodivergent situations, weaves within the message of range, fairness and inclusion. Shri Aamir Khan, the producer and lead actor of the… pic.twitter.com/r9PLYFHpGq
— President of India (@rashtrapatibhvn) June 24, 2025
আর এস প্রসন্নর ছবিতে আমির খানকে বাস্কেটবল কোচ হিসাবে দেখা গিয়েছে। যিনি বিশেষভাবে সক্ষমদের নিয়ে একটি টিম গড়ে প্রতিযোগিতার ময়দানে নামেন। উইকেন্ডের পর থেকে গতি পেয়েছে এই ছবি। গত ৫ দিনে ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে। বক্স অফিসে বেশ সাড়া ফেলছে ছবিটি।