SIPRI | শীর্ষে রাশিয়া, পরমানু অস্ত্রের সংখ্যায় কত নম্বরে ভারত, পাকিস্তান?

SIPRI | শীর্ষে রাশিয়া, পরমানু অস্ত্রের সংখ্যায় কত নম্বরে ভারত, পাকিস্তান?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ একদিকে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে ইজরায়েল-ইরান। কিছুদিন আগেই সংঘর্ষ বিরতিতে গিয়েছে ভারত-পাকিস্তান। বিশ্বের নানা প্রান্তে চলছে যুদ্ধ পরিস্থিতি। এই আবহেই বিভিন্ন দেশের হাতে কত পরমাণু অস্ত্র রয়েছে, তা প্রকাশ্যে আনল সুইডেনের প্রতিরক্ষা সংক্রান্ত নজরদারী সংস্থা স্টকহম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা ‘সিপ্রি’।

কোন দেশের কাছে কত পারমাণবিক বোমা রয়েছে তাঁর একটি খতিয়ান প্রকাশ করেছে সিপ্রি। সিপ্রির রিপোর্ট অনুসারে বিশ্বে পরমাণু শক্তিধর দেশের সংখ্যা ৯টি। ন’টি পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে। রাশিয়ার কাছে রয়েছে মোট  ৫,৪৫৯টি পরমাণু অস্ত্র। রাশিয়ার পরেই রয়েছে আমেরিকা। ট্রাম্পের দেশের হাতে রয়েছে ৫১৭৭টি পরমাণু অস্ত্র।

ভারত এবং পাকিস্তানের কাছে কত পরমাণু অস্ত্র রয়েছে, তাও প্রকাশ করেছে সিপ্রি। তাঁদের তথ্য অনুযায়ী ভারতের ঝুলিতে রয়েছে ১৮০টি পরমাণু অস্ত্র আর পাকিস্তানের কাছে রয়েছে ১৭০টি পরমাণু অস্ত্র। তবে পরমাণু অস্ত্রের সংখ্যার নিরিখে ভারত এবং পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে চিন। চিনের কাছে রয়েছে ৬০০টি। ২০২৪ সাল থেকে ভারত ধাপে ধাপে নিজের পরমাণু অস্ত্রভান্ডারকে আরও বিস্তৃত করেছে।

শুধু পরমাণু অস্ত্রই নয়, সিপ্রি তাঁদের প্রতিবেদনে তুলে ধরেছে কোন দেশ কত অস্ত্র কিনেছে। ‘সিপ্রি’র প্রতিবেদন বলছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ১৬২টি দেশ অস্ত্র কিনেছে। তবে অস্ত্র কেনার নিরিখে প্রথম পাঁচটি দেশ হল ইউক্রেন, ভারত, কাতার, সৌদি আরব এবং পাকিস্তান। এই পাঁচটি দেশ একত্রে ওই চার বছরে বিক্রি হওয়া মোট অস্ত্রের ৩৫ শতাংশ ক্রয় করেছে। দূরপাল্লার অস্ত্র তৈরিতে জোর দিচ্ছে ভারত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *