শিলিগুড়ি: ৪০ কেজি গাঁজা সহ ৪ জনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে বাসের অপেক্ষায় থাকা ওই চার যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছে থাকা চারটি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪০ কেজি গাঁজা। ধৃতদের নাম দ্বীপচাঁদ বর্মন,আজিজুল রহমান,দূর্যোধন দাস ও সঞ্জয় দাস। এদের প্রত্যেকেরই বাড়ি কোচবিহারের শীতলকুচিতে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, ধৃতরা জংশন এলাকা থেকে দক্ষিণবঙ্গের বাস ধরার অপেক্ষায় ছিল। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।