শিলিগুড়ি: টেকনো ইন্ডিয়া গ্রুপের (Techno India Group) উদ্যোগে এবার শিলিগুড়িতে (Siliguri) চালু হতে চলেছে ফ্যাশন ইউনিভার্সিটি (Style College)। এই বিশ্ববিদ্যালয়ে করানো হবে ফ্যাশন ডিজাইনিং কোর্স।
উদ্যোক্তারা বলেন, ‘এই সহযোগিতামূলক কর্মসূচির মাধ্যমে আমরা উত্তরবঙ্গ এবং ভারতের সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের সামগ্রিক উন্নয়নের জন্য একটি অনুঘটক শক্তি হিসেবে কাজ করব। এটি বিশ্বব্যাপী শিক্ষাব্যবস্থা, ব্যবহারিক শিক্ষাদান এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত পরিকাঠামোর এক অনন্য মিশ্রণ প্রদান করবে। আসন্ন দক্ষতা, জ্ঞান এবং ফ্যাশন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সহযোগিতামূলক উদ্যোগের লক্ষ্য বিশ্বমানের সৃজনশীল পেশাদার তৈরি করা এবং ভারত এবং বিদেশে প্রকৃত কর্মসংস্থানের পথ প্রশস্ত করা।’
বুধবার এনিয়ে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভাস্কর রায়, ফ্যাশন ইনস্টিটিউট অফ টেকনোলজি (FIT), স্টেট ইউনিভার্সিটি অফ নিউইয়র্কের অ্যাকাডেমিক অ্যাডভাইসর ও ফ্যাকাল্টি মেম্বার প্রফেসর রাজাশেখর আর. ভাঙ্গাপাতি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, কলকাতার উপাচার্য প্রফেসর ড. ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের গ্রুপ সিইও ড. শঙ্কু বোস।