শিলিগুড়ি: আবারও শিলিগুড়ির (Siliguri) একটি এটিএমে (ATM) দুষ্কৃতী হানার ঘটনা ঘটলো। এবার শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস (Jap Bypass) এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের (Financial institution) এটিএমে গতকাল রাতে হানা দেয় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, রাত ৩ টে থেকে ৪ টের মধ্যে গামছা দিয়ে মুখ ঢেকে একটি গাড়িতে করে হানা দেয় চার থেকে পাঁচজন দুষ্কৃতী। গাড়িটিতে ভুয়ো নম্বর প্লেট লাগানো ছিল। এরপরই শুরু হয় অপারেশন। তবে এটিএম থেকে কত টাকা লুট হয়েছে বা এটিএমে কত টাকা রাখা ছিল সেটা এখনো জানা যায়নি। কিন্তু অপারেশন চলাকালীনই পুলিশ দুষ্কৃতীদের ধাওয়া করে। তখনই ঘটনাস্থল থেকে পালায় দুষ্কৃতীরা। তবে ঘটনাস্থল থেকে গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ
জানা গিয়েছে, এটিএমটিতে আগুন ধরে যায় তারপরেই আগুন নেভাতে এসেছিল দমকলের একটি ইঞ্জিন। এই মুহূর্তে গোটা এলাকা ঘিরে রেখে তদন্ত চলছে।
উল্লেখ্য সম্প্রতি পরপর দু’বার শিলিগুড়িতে এটিএমে দুষ্কৃতী হানার ঘটনা ঘটেছে। যা নিয়ে শহরের এটিএমগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কয়েকদিন কাটতে না কাটতেই ফের একবার এটিএমে দুষ্কৃতী হানার ঘটনায় শহরে অপরাধ সক্রিয়তা নিয়ে চর্চা শুরু হয়েছে।