শিলিগুড়ি: কোচবিহার থেকে মালদা পাচারের আগে বিপুল পরিমান গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম দীপক কাপুর, বাড়ি কোচবিহারে। জানা গিয়েছে, শনিবার বিকেলে একটি চারচাকার মালবাহী গাড়িতে করে গাঁজা পাচার করা হচ্ছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ ফুলবাড়ির ক্যানেল রোডের ছোবাভিটা এলাকায় সন্দেহভাজন গাড়িটিকে আটকায়। এরপর তল্লাশি চালাতেই গাড়িটি থেকে মোট ৭২ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। উদ্ধার করা গাঁজা বাজেয়াপ্ত করার পাশাপাশি গাড়িটির চালক দীপককেও গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।