শিলিগুড়ি: ঘরে ঢুকে বাড়ির সদস্যদের ওপর চেতনানাশক স্প্রে করে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো নিউ জলপাইগুড়ি থানার গেট বাজার এলাকায়। চেতনানাশকের প্রভাবে বাড়ির সাত সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। তাঁদের হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়েছে। বাড়ি থেকে কি সামগ্রিক চুরি হয়েছে তা এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে পৌঁছেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
বুধবার সকালে ওই বাড়ির এক আত্মীয় দেখতে পান দরজা বাইরে থেকে আটকানো। তিনি ঘরের ভেতরে ঢুকতেই সবটা জানাজানি হয়। তারপরই একে একে বাড়ির সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর লেখা পর্যন্ত অনেকে সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন। পুলিশ (Police) ঘটনার তদন্ত শুরু করেছে।