Siliguri | চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করতে বিশেষজ্ঞ কমিটি গড়বে রাজ্য, জানালেন শ্রমমন্ত্রী মলয় ঘটক

Siliguri | চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করতে বিশেষজ্ঞ কমিটি গড়বে রাজ্য, জানালেন শ্রমমন্ত্রী মলয় ঘটক

শিক্ষা
Spread the love


রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করতে এবার বিশেষজ্ঞ কমিটি গড়ছে রাজ্য সরকার। এই কমিটির রিপোর্টের ভিত্তিতে ফের বাগান মালিক ও শ্রমিক পক্ষকে নিয়ে বৈঠক হবে। শনিবার শিলিগুড়িতে (Siliguri) এসে এ কথা জানালেন শ্রমমন্ত্রী মলয় ঘটক (Maloy Ghatak)।

এদিন স্টেট গেস্ট হাউসে চা শিল্পে ন্যুনতম মজুরি (Tea employees) নির্ধারণ কমিটির বৈঠক হয়। সেখানে মালিক সংগঠন, বিভিন্ন শ্রমিক সংগঠন এবং রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সহ অন্য আমলারা উপস্থিত ছিলেন। দীর্ঘ দু’ঘন্টার বৈঠকেও ন্যুনতম মজুরি নিয়ে শ্রমিক এবং মালিকপক্ষ ঐক্যমত হতে পারেননি। এই অবস্থায় মন্ত্রী বিশেষজ্ঞ কমিটি তৈরির প্রস্তাব দেন। মন্ত্রীর দাবি, শ্রমিক ও মালিক দু’পক্ষই এই প্রস্তাব মেনে নিয়েছে। দ্রুত এই বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হবে। এই কমিটি চা বাগান এলাকায় ঘুরে মালিকপক্ষ এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরি করবে।

মন্ত্রী বলেন, ‘ন্যূনতম মজুরি নির্ধারণ কমিটি গত ১০ বছরে ১৪-১৫ বার বৈঠকে বসেছে। কিন্তু ন্যুনতম মজুরি ঠিক করা যায়নি। তাই বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *