শিলিগুড়িঃ প্রতিবারের মতো এবারও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিল শিলিগুড়ির সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন। এদিন সংস্থার কক্ষে সংবর্ধনা দেওয়া হয় এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ২৭২ জন কৃতী ছাত্রছাত্রীকে। উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এদিন বিশেষভাবে সম্মানিত করা হয় আইসিএসইর কৃতী ছাত্রী পৃজিতা ভট্টাচার্য, সিবিএসইর রাজন্যা বসুমল্লিককে। এছাড়াও একই সঙ্গে সংবর্ধনা দেওয়া হয়ছে সাউথ এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিনশিপে চারটি বিভাগে সোনাজয়ী প্রতীতি পালকে।
সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের সাধারণ সম্পাদক মদন ভট্টাচার্য বলেন, “দীর্ঘ ৩০ বছর ধরে এলাকার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিয়ে আসছি। কৃতীদের উৎসাহ প্রদানের লক্ষ্যেই আমাদের এই আয়োজন।”
এদিনের অনুষ্ঠানে কৃতীদের হাতে স্মারক তুলে দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক নির্মল ঘরামি, অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক অরিন্দম রায়, বাগডোগরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপর্না দত্ত, শিলিগুড়ি পুর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী ও স্থানীয় কাউন্সিলার লক্ষ্মী পাল।