Siliguri | একাধিক ওয়ার্ডে বিঘ্নিত পানীয় জল পরিষেবা

Siliguri | একাধিক ওয়ার্ডে বিঘ্নিত পানীয় জল পরিষেবা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


রণজিৎ ঘোষ, শিলিগুড়ি : আবার জলসমস্যায় ভোগান্তি পোহাতে হচ্ছে শিলিগুড়ি শহরের বাসিন্দাদের। শহরের একাধিক ওয়ার্ডের বাসিন্দারা প্রতিদিন দু’বেলা পুরনিগমের সরবরাহ করা পানীয় জল পাচ্ছেন না। বিশেষ করে সেবক রোডকে কেন্দ্র করে থাকা ওয়ার্ডগুলিতেই পানীয় জল নিয়ে বেশি সমস্যা হচ্ছে। অভিযোগ, চারদিন ধরে এলাকার মানুষ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অথচ স্থানীয় কাউন্সিলার এবং বোর্ড কর্তাদের কোনও ভ্রূক্ষেপ নেই।

পুরনিগমের পানীয় জল সরবরাহ বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর বক্তব্য, ‘মাটির নীচ দিয়ে যাওয়া পানীয় জলের পাইপলাইনে কিছু সমস্যা হয়েছে। পাশাপাশি বিদ্যুতের ভূগর্ভস্থ কেবল পাততে গিয়েও পানীয় জলের পাইপলাইনের ক্ষতি হয়েছে। জল পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে। তবে, বৃষ্টির জন্য কাজ করতে সমস্যা হচ্ছে। আশা করছি সোমবার পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।’

পুরনিগমের ১০, ১৩, ১৪, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের বেশিরভাগ জায়গায় গত চারদিন ধরে সাধারণ মানুষ পানীয় জল পাচ্ছেন না। ফলে সেখানকার বাসিন্দাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অনেকেই দোকান থেকে জল কিনে বাড়ির সবাই মিলে পান করছেন। কিন্তু রান্না সহ সংসারের অন্যান্য কাজে সমস্যায় পড়তে হচ্ছে। প্রচুর গরিব মানুষও এই সমস্ত এলাকায় বসবাস করেন। তাঁদের পক্ষে জল কিনে খাওয়া সম্ভব নয়। পুরনিগমের সরবরাহ করা পানীয় জল পরিষেবাই  তাঁদের কাছে একমাত্র ভরসা। কিন্তু আচমকা জল বন্ধ হয়ে যাওয়া এবং কয়েকদিন ধরে জল না আসায় তাঁরা পড়েছেন চরম বিপাকে। ক্ষোভে ফুঁসছেন। ১০ নম্বর ওয়ার্ডের মহাকালপল্লি, আদর্শপল্লি এলাকার বাসিন্দারা এদিন বলেছেন, বিনা নোটিশেই পুরনিগমের জল বন্ধ হয়ে গিয়েছে। ওয়ার্ডের দু’-একটি জায়গায় জল এলেও সুতোর মতো জল পড়ছে। যাতে এক বালতি জল ভরতেই প্রচুর সময় লাগছে। ফলে অনেকেই জল পাচ্ছেন না। সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন ওয়ার্ড কাউন্সিলার কমল আগরওয়াল। তিনি বলেন, ‘কেউ বলছেন বিদ্যুতের ভূগর্ভস্থ কেবল পাততে গিয়ে জলের পাইপলাইন কাটা পড়েছে। কেউ আবার বলছেন, গেইল গ্যাসের পাইপ পাততে গিয়ে জলের পাইপ নষ্ট করেছে। সঠিক কী হয়েছে বুঝতে পারছি না। কিন্তু ওয়ার্ডের মানুষের ভোগান্তি হচ্ছে। পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মেয়র পারিষদের সঙ্গে কথা বলেছি।’

১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা মেয়র পারিষদ মানিক দে বলেছেন, ‘ওয়ার্ডে কিছু এলাকায় জল নিয়ে সমস্যা হচ্ছে। ভূগর্ভস্থ কোনও কেবল পাততে গিয়ে জলের পাইপলাইন নষ্ট হয়েছে বলে শুনেছি। আশা করছি দ্রুত সেই জলের পাইপলাইন মেরামত করে পরিষেবা স্বাভাবিক হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *