উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-ইংল্যান্ড সিরিজের পরে শুভমান গিলকে নিয়ে চর্চা বেড়ে গিয়েছে ক্রিকেট মহলে। ক্যাপ্টেন হিসেবে প্রথম সিরিজেই নজর কেড়েছেন তিনি। জাতীয় দলের হয়ে অধিনায়ক হিসাবে অভিষেক সিরিজেই লেটার মার্কস নিয়ে পাশ করেছেন ভারতের লাল বলের অধিনায়ক শুভমান গিল। তাঁর নেতৃত্বে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করেছে টিম ইন্ডিয়া। এছাড়াও ব্যাট হাতে সফল হয়েছেন শুভমান।
এবার শুভমানের ওপর ভরসা রাখল উত্তরাঞ্চল। আসন্ন দলীপ ট্রফির জন্য অধিনায়ক হিসাবে তাঁকে বাছা হয়েছে। ইংল্যান্ড সফরের সাফল্যের জন্যই শুভমানকে অধিনায়ক করা হয়েছে বলে সুত্রের খবর।
এবার দলীপ ট্রফি শুরু হবে ২৮ অগাস্ট। আর ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। উত্তরাঞ্চল ছাড়া বাকি দলগুলি হল পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চল।
গোটা সিরিজে ৭৫.৪০ করে গড়ে ৭৫৪ রান করেন তিনি। চারটি সেঞ্চুরি ও একটি ডবল সেঞ্চুরি করেন। অধিনায়ক হিসাবে পাঁচ ম্যাচে রান করার নিরিখে শুভমান সুনীল গাভাসকরকে ছাড়িয়ে যান। গাভাসকর করেছিলেন ৭২৩ রান। পাশাপাশি শুভমান এখন টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করা দ্বিতীয় অধিনায়ক। প্রথমে রয়েছে স্যার ডন ব্র্যাডম্যানের নামে। অধিনায়ক হিসাবে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজে ব্র্যাডম্যান করেছিলেন ৮১০ রান।