Shubhanshu Shukla | মহাকাশে শুভ্রাংশুদের দুই সপ্তাহ, ২৩০০ টি সূর্যোদয় ও ১০০ লক্ষ কিমি যাত্রা!

Shubhanshu Shukla | মহাকাশে শুভ্রাংশুদের দুই সপ্তাহ, ২৩০০ টি সূর্যোদয় ও ১০০ লক্ষ কিমি যাত্রা!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন(ISS)-এ ২ সপ্তাহ পূর্ণ করে ফেলেছেন ভারতীয় মহাকশচারী শুভ্রাংশু শুক্লা এবং তাঁর অ্যাক্সিওম-৪ ক্রু। এই সময়কালে তাঁরা অতিক্রম করেছেন প্রায় ১০০ লক্ষ কিলোমিটার পথ এবং প্রত্যক্ষ করেছেন ২৩০ টি সূর্যোদয়। পৃথিবীতে ফেরার অপেক্ষায় রয়েছেন তাঁরা। আগামী ১৪ জুলাই তাঁরা পৃথিবীতে ফেরার যাত্রা শুরু করবেন বলে জানিয়েছে নাসা।

শুভ্রাংশু শুক্লা ছাড়াও অ্যাক্সিওম-৪ ক্রুতে রয়েছেন পেগি হুইটসন, স্লাওজ উজনাঙ্কসি-উইজনিয়েস্কি এবং টিবর কাপু। অ্যাক্সিওম স্পেসের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই ক্রু পৃথিবীর চারপাশে প্রায় ২৩০ বার প্রদক্ষিণ করেছে এবং ৯৬.৫ লক্ষ মাইলেরও (প্রায় ১০০ লক্ষ কিমি) বেশি পথ পাড়ি দিয়েছে। মহাকাশ স্টেশন থেকে প্রায় ২৫০ মাইল উপরে, ক্রুয়ের সদস্যরা তাঁদের অবসর সময় পৃথিবীর মনোরম দৃশ্য উপভোগ করেছেন, ছবি ও ভিডিও তুলেছেন এবং প্রিয়জনদের সঙ্গে যোগাযোগও করেছেন।অ্যাক্সিওম মিশন ৪ (Ax-4)- এ বায়োমেডিকেল, নিউরোসায়েন্স, কৃষি এবং মহাকাশ প্রযুক্তি সহ ৬০টিরও বেশি গবেষণা পরিচালনা করা হয়েছে। এটি অ্যাক্সিওম স্পেসের ব্যক্তিগত মহাকাশচারী মিশনগুলির মধ্যে সবচেয়ে বেশি গবেষণা পরিচালিত একটি মিশন। এই গবেষণাগুলি ডায়াবেটিস ব্যবস্থাপনা, ক্যান্সারের নতুন চিকিৎসা এবং মানব স্বাস্থ্য পর্যবেক্ষণে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে যা মহাকাশ অনুসন্ধান এবং পৃথিবীতে বসবাসকারী জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অ্যাক্সিওম স্পেস আরও জানিয়েছে, “প্রতিটি পরীক্ষা, ডেটা পয়েন্ট এবং পর্যবেক্ষণ মানবজাতিকে ভবিষ্যতে আরও দূরে বসবাস ও কাজ করার এক ধাপ কাছাকাছি নিয়ে যাচ্ছে।” উল্লেখ্য, অ্যাক্সিওম-৪ মিশন গত ২৫ জুন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। ২৮ ঘণ্টার যাত্রার পর ড্রাগন মহাকাশযানটি পরের দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফলভাবে অবতরণ করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *