উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সফল মহাকাশ অভিযান শেষে গত ১৭ অগাস্ট দেশে ফিরেছেন ভারতীয় মহাকাশচারী (Astronaut) গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। দেশে ফেরার প্রায় এক সপ্তাহ পর সোমবার নিজের শহর লখনউতে (Lucknow) পা রাখলেন তিনি। সেখানে পৌঁছতেই শুভাংশুকে রাজকীয় ও আন্তরিকভাবে স্বাগত জানায় লখনউবাসী।
এদিন বিমানবন্দরে শুভাংশুকে স্বাগত জানাতে উপস্থিত ছিল তাঁর বাবা, মা, স্ত্রী এবং ছেলে। এছাড়াও উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক সহ আরও সরকারি আধিকারিকরাও উপস্থিত ছিলেন। শুভাংশুকে দেখেই ভারতীয় পতাকা উড়িয়ে এবং ‘বন্দে মাতরম’ ধ্বনি দিয়ে তাঁকে স্বাগত জানায় বিমানবন্দরে উপস্থিত সাধারণ মানুষ। বিমানবন্দরের বাইরে বাজানো হচ্ছিল ঢোল-নাগাড়া সহ আরও অনেক বাদ্যযন্ত্র।
লখনউয়ে পৌঁছে একটি বিশাল শোভাযাত্রায় যোগ দেন শুভাংশু। এরপরই নিজের পুরোনো স্কুলে একটি সংবর্ধনা অনুষ্ঠানেও যান তিনি। ভারতীয় মহাকাশচারীর কৃতিত্বের প্রশংসা করে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পাঠক বলেন, ‘শুভাংশু নিজের শহর ও দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। লখনউতে তার আগমন সমগ্র শহরকে গর্বিত করেছে। মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার পর থেকেই লখনউয়ের মানুষ তাঁর আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল।’ তিনি এও জানিয়েছেন, আজ সন্ধ্যাতেই উত্তরপ্রদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুভাংশুকে সংবর্ধনা জানাবেন।
শুভাংশু লখনউতে ফিরছেন বলে ত্রিবেণী নগরে তাঁর বাসভবনের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছিল। রাস্তাঘাটের সৌন্দর্যায়নও করা হয়েছিল। সেই সঙ্গে যাতে মানুষ শুভাংশু সম্পর্কে জানতে পারে, সেজন্য তাঁর মহাকাশ অভিযানের বিভিন্ন ক্লিপ রাস্তাঘাটের পাশে থাকা বড় ডিজিটাল স্ক্রিনগুলিতে দেখানো হচ্ছিল। শহরের মেয়র সুষমা খারকওয়াল জানিয়েছেন, শীঘ্রই শুভাংশুকে সম্মানে জানাতে তাঁর নামেই একটি পার্কের নামকরণ করা হবে।
শুভাংশুকে বিমানবন্দরে আনতে যাওয়ার আগে আবেগে ভাসছিলেন তাঁর মা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমার ছেলে দেড় বছর পর বাড়ি ফিরছে। এতদিন পর ওঁর সঙ্গে দেখা করতে পারব ভেবে আমি খুব খুশি।’ শুভাংশুর বোনও বলেন, ‘আমি খুব খুশি। আমরা অনেক দিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে ওঁ লখনউতে ফিরে আসছে।’
উল্লেখ্য, চলতি বছরের জুনে শুভাংশু সহ ৪ জনের একটি দল ‘অ্যাক্সিওম-৪’ অভিযানের জন্য মহাকাশের উদ্দেশে রওনা দেয়। আন্তর্জাতিক স্পেস স্টেশনে (ISS) ১৮ দিন কাটিয়ে গত ১৫ জুলাই পৃথিবীতে ফেরেন শুভাংশুরা। এরপর গত ১৭ অগাস্ট ভারতে ফেরেন তিনি। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ সহ একাধিক প্রচারমূলক অনুষ্ঠানের জন্য দিল্লিতেই ছিলেন তিনি। এবার অবশেষে তিনি লখনউতে ফিরলেন।