Sheikh Hasina | বুলডোজার চালিয়ে দালান ভাঙা যায়, ইতিহাস মোছা যায় না, মন্তব্য হাসিনার

Sheikh Hasina | বুলডোজার চালিয়ে দালান ভাঙা যায়, ইতিহাস মোছা যায় না, মন্তব্য হাসিনার

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে শেখ হাসিনা-বিরোধীদের ক্ষোভ ফের গিয়ে পড়ল ঢাকার ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে। বুধবার রাতে ধানমন্ডির ওই বাড়িতে শেখ মুজিবুর স্মৃতি জাদুঘরে গিয়ে বিক্ষোভ দেখান জনতা। গেট ভেঙে ভিতরে ঢুকে অবাধে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। বুধবার রাতের এই হামলার ঘটনা নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলার ঘটনার কড়া ভাষায় সমালোচনা করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসিনার বক্তব্য সরাসরি প্রচার করা হয়। এদিন তিনি বলেন, “দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে, এমন ক্ষমতাশালী নন বিক্ষোভকারীরা। গায়ের জোড়ে তারা একটি দালান ভেঙে ফেলতে পারবে, কিন্তু ইতিহাস মুছতে পারবে না।” এদিন তিনি আবেগতাড়িত হয়ে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে শেখ মুজিব ও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্মৃতির প্রসঙ্গ তুলে ধরেন। হাসিনা বলেন, “ওই বাড়িটাকে কেন ভেঙে ফেলা হচ্ছে? কারা ভাঙছে, দেশের মানুষের কাছে বিচার চাই।”

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুথ্থানে শেখ হাসিনার সরকার পতনের ছয় মাস পূর্ণ হল বুধবার। এদিন বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখা হাসিনার বক্তব্য সরাসরি প্রচার করা হবে সেটা পূর্ব পরিকল্পিত ছিল। বক্তৃতা শুরুর আগেই ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ঐ বাড়িতে হামলা করে একদল বিক্ষুব্ধ মানুষ। বিক্ষোভকারীরা দরজা, জানালা, গেট ইত্যাদির কাঠামো খুলে নেয়। সেখানে থাকা শেখ মুজিবের একটি মূর্তি ভাঙচুর করে। অগ্নিসংযোগও করতেও দেখা যায়। গত ৫ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরপরই জনরোষের শিকার হয় ‘বঙ্গবন্ধু জাদুঘর’ হিসেবে ব্যবহৃত হয়ে আসা বাড়িটি। সেদিনও সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *