Shehnaaz Gill | আচমকাই অসুস্থ শেহনাজ, ভর্তি হাসপাতালে! কী হয়েছে অভিনেত্রীর?

Shehnaaz Gill | আচমকাই অসুস্থ শেহনাজ, ভর্তি হাসপাতালে! কী হয়েছে অভিনেত্রীর?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আচমকাই অসুস্থ হয়ে পড়লেব অভিনেত্রী শেহনাজ গিল (Shehnaaz Gill)। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। তবে ঠিক কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হল, তা এখনও স্পষ্ট নয়।

অভিনেত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ‘বিগবস ১৮’-এর বিজয়ী করণ বীর মেহরা (Karan Veer Mehra)। সেখান থেকেই একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। এখনই শেহনাজ কেমন রয়েছে, সেটাই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন করণ বীর। ওই ভিডিওতে দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন শেহনাজ। দুই হাতে রয়েছে আইভি ডিপ। এরপরই শেহনাজের দিকে ইঙ্গিত করে করণ বীর বলেন, ‘এই বেচারিকে দেখুন। ওঁর যে কী হয়েছে।’ এরপরই শেহনাজের সুস্থতা কামনা করার জন্যও অনুরোধ করেন তিনি। করণের কথায় ক্যামেরার দিকে তাকিয়ে হাসতেও দেখা গিয়েছে শেহনাজকে। সেই সঙ্গে বলেন, ‘ওঁ আমাকে হাসানোর চেষ্টা করছে।’

শেহনাজ বা তাঁর টিমের তরফে অসুস্থতার খবর এবং কারণ জানানো হয়নি। তবে সূত্রের খবর, নিম্ন রক্তচাপের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সুস্থ হওয়ার জন্য বর্তমানে তাঁকে গ্লুকোজ ড্রিপ দেওয়া হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *