সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশজয়ী শুভাংশু শুক্লার অবদান নিয়ে আলোচনার জন্য বিশেষ অধিবেশন হচ্ছে সংসদে। ‘ভোট চুরি’ নিয়ে আলোচনার প্রস্তাব খারিজ হওয়ায় এই অধিবেশনে অংশ নিচ্ছে না বিরোধীরা। তাই অধিবেশনের আগেই শুভাংশুকে আলাদা করে শুভেচ্ছা জানালেন কংগ্রেস সাংসদ শশী থারুর। আসন্ন গগনযান মিশনের জন্য শুভাংশুর অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে করিয়ে দিয়েছেন কংগ্রেস সাংসদ।
রবিবার সকালে রাজকীয় অভ্যর্থনায় দেশে ফিরেছেন শুভাংশু। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীর জিতেন্দ্র সিং এবং দিল্লির মুখ্যমন্ত্রীর রেখা গুপ্ত এবং ইসরোর কর্মকর্তারা। সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন। গগনযানের জন্যও প্রস্তুতি নেবেন দ্রুত সেই বিষয়ে মোদির সঙ্গে কথা হবে তাঁর। সোমবারই লোকসভায় শুভাংশু এবং ভারতের মহাকাশ গবেষণা নিয়ে আলোচনা হবে। লোকসভার তরফে একটি বিবৃতি দিয়ে সাংসদদের জানানো হয়েছে, সোমবার অধিবেশনের শুরুতেই ‘প্রথম ভারতীয় মহাকাশচারী হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যাত্রা এবং বিকশিত ভারতের জন্য মহাকাশ গবেষণায় অনস্বীকার্য অবদান শীর্ষক প্রস্তাবে আলোচনা হবে।
তাৎপর্যপূর্ণভাবে SIR, ডোনাল্ড ট্রাম্পের শুল্কবাণের মতো একাধিক ইস্যুতে চলতি অধিবেশনে সেভাবে কাজই হয়নি। তবে শুভাংশুকে নিয়ে আলোচনার সময় দেশের গর্বের কথা ভেবে শাসক-বিরোধী একজোট হয়ে আলোচনায় অংশ নিতে পারেন, এমনটা অনুমান করা হয়েছিল। কিন্তু বিরোধীরা জানিয়ে দিয়েছে, ‘ভোট চুরির’ মতো বিতর্কিত বিষয়ে আলোচনা হয়নি। তাই শুভাংশুর অবদান নিয়ে অধিবেশনেও থাকবেন না বিরোধী নেতারা। সেই কথা মনে করিয়ে দিয়ে এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করেছেন শশী। তাঁর কথায়, সদ্যসমাপ্ত মহাকাশ অভিযানে শুভাংশুর যা অভিজ্ঞতা, সেটা মিশন গগনযানের ঝুঁকি অনেক কমিয়ে দিতে চলেছে।
1/3 Because the Opposition usually are not collaborating within the particular dialogue, let me say how proud all Indians are of the current mission of Commander Shubhanshu Shukla to the Worldwide Area Station (ISS). It served as a stepping stone to our nation’s personal human spaceflight… https://t.co/y1BWqccEg6
— Shashi Tharoor (@ShashiTharoor) August 18, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন