উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে মামলা দায়ের করেছিলেন ওয়াজাহাত খান নামে এক ব্যক্তি। সেই ওয়াজাহাতের বাবা সাদাত খানের দাবি, রবিবার রাত থেকে তাঁর ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাদাতের অভিযোগ, শর্মিষ্ঠা গ্রেপ্তার হওয়ার পর থেকেই তাঁর পরিবার একের পর এক হুমকি ফোন পাচ্ছে।
সোমবার গার্ডেনরিচ থানায় ওয়াজাহাতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে শ্রী রাম স্বাভিমান পরিষদ নামে একটি সংগঠন। সংগঠনের দাবি, সামাজিক মাধ্যমে হিন্দু সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর এবং উস্কানিমূলক মন্তব্য করেছেন ওয়াজাহাত।
শর্মিষ্ঠা কলকাতার আনন্দপুরের বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পোস্টের কারণে বিতর্ক শুরু হয়। যদিও পরে তা মুছে দেন তিনি। এমনকি ওই পোস্টের জন্য ক্ষমাও চান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা। যদিও বিতর্ক থামেনি। তাঁর বিরুদ্ধে গার্ডেনরিচ থানায় দায়ের হয় অভিযোগ। এরপর হরিয়ানার গুরুগ্রাম থেকে ওই আইনের ছাত্রীকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। আদালতে তোলা হলে শর্মিষ্ঠাকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
অন্যদিকে, ওয়াজাহাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে অসমে। কামাখ্যা মন্দির নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ওই অভিযোগ দায়ের হয়েছে। প্রতিবেশী রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, ওয়াজাহাত খানকে পাকড়াও করতে অসম পুলিশের একটি দল পশ্চিমবঙ্গে আসবে।