উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টেলর সুইফট এবং টম ক্রুজকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা হলেন শাহরুখ খান। ১৪ তম ২০২৫ সালের হুরুন ইন্ডিয়ার ধনী ব্যক্তিদের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে শীর্ষে আছেন এই বলিউডের বাদশা। শাহরুখের মোট সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় ১২,৪৯০ কোটি টাকা।
বুধবার প্রকাশিত হয়েছে হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫। এই তালিকায় আম্বানি-আদানিদের পাশাপাশি বিলিয়নেয়ার ক্লাবে ঢুকে পড়েছেন শাহরুখ খান। শাহরুখ বছরের পর বছর ধরে ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে তার অবস্থান ধরে রেখেছেন। হুরুন তালিকা অনুসারে, অভিনেতা-অভিনেত্রীদের তাঁর এবং তাঁরা সমবয়সীদের মধ্যে ব্যবধান ক্রমশ বাড়ছে। অভিনেত্রী এবং উদ্যোক্তা জুহি চাওলা জুহির সম্পদের পরিমাণ ৭,৭৯০ কোটি টাকা। তৃতীয় স্থানে স্থানে রয়েছেন হৃতিক রোশন। তাঁর সম্পদের পরিমাণ ২,১৬০ কোটি টাকা।
শাহরুখ বছরের পর বছর ধরে ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে তার অবস্থান ধরে রেখেছেন। জানা গিয়েছে, হুরুন ইন্ডিয়া গত বছর শাহরুখ ৮৭০ মিলিয়ন ডলারের সম্পদ নিয়ে অভিনেতাদের তালিকার শীর্ষে ছিলেন। সেটা বেড়ে হয়েছে ১.৪ বিলিয়ন ডলারে। শাহরুখের সম্পদ এখন টেলর সুইফট ($১.৩ বিলিয়ন), আর্নল্ড শোয়ার্জনেগার ($১.২ বিলিয়ন), জেরি সেইনফেল্ড ($১.২ বিলিয়ন) এবং সেলেনা গোমেজ ($৭২০ মিলিয়ন) সহ বেশ কয়েকজন আন্তর্জাতিক সেলিব্রিটির সম্পদের চেয়েও বেশি। এতে বলা হয়েছে, “বলিউডের বাদশা, শাহরুখ খান (৫৯) ১২,৪৯০ কোটি টাকা সম্পদের মালিক হয়ে প্রথমবারের মতো বিলিয়নেয়ার ক্লাবে যোগ দিয়েছেন।”
শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রযোজনা সংস্থা, একটি ভিএফএক্স স্টুডিও, একাধিক ক্রিকেট দল এবং মধ্যপ্রাচ্যে উল্লেখযোগ্য রিয়েল এস্টেট হোল্ডিং-এর ব্যবসা। প্রায় তিন দশক ধরে, শাহরুখ খান অভিনয়ের বাইরেও একটি বৈচিত্র্যময় পোর্টফোলিও তৈরি করেছেন।
এই বছর ভারতীয় সিনেমায় অতুলনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা অভিনেতার জন্য মর্যাদাপূর্ণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাহরুখ খান।