Sand Smuggling | আত্রেয়ী থেকে অবৈধভাবে বালি পাচার! পুলিশি অভিযানে আটক ট্র্যাক্টর

Sand Smuggling | আত্রেয়ী থেকে অবৈধভাবে বালি পাচার! পুলিশি অভিযানে আটক ট্র্যাক্টর

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


বালুরঘাট: প্রকাশ্য দিবালোকে বালুরঘাটের আত্রেয়ী নদী থেকে অবৈধভাবে বালি তুলে পাচার করা হচ্ছে (Sand Smuggling)। এই খবর পেতেই অভিযানে নামল পুলিশ প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বিকেলে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা যৌথভাবে বালুরঘাট ব্লকের (Balurghat) বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের খাসপুর এলাকায় অভিযান চালায়। এই অভিযানে একটি বালিবোঝাই ট্র্যাক্টর আটক করা হয়।

যদিও পুলিশ প্রশাসনের অভিযানের বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চার-পাঁচটি ট্র্যাক্টর। এদিকে আটক ট্র্যাক্টরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। আগামী দিনেও এমন অভিযান লাগাতার চলবে জানানো হয়েছে। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন, ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ, এসডিএলআরও ভাস্কর ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা। ট্র্যাক্টর সহ যারা পালিয়েছেন তাঁদের খোঁজেও অভিযান চলছে বলে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *