Samik Bhattacharya | বিজেপিতে পালাবদল! সুকান্তর জায়গায় রাজ্য সভাপতি হচ্ছেন শমীক ভট্টাচার্য

Samik Bhattacharya | বিজেপিতে পালাবদল! সুকান্তর জায়গায় রাজ্য সভাপতি হচ্ছেন শমীক ভট্টাচার্য

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য বিজেপিতে পালাবদল। সুকান্ত মজুমদারের জায়গায় রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি হচ্ছেন দলের প্রধান মুখপাত্র তথা রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বুধবার সন্ধ্যায় বিজেপির তরফে প্রেস বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘রাজ্য সভাপতির পদে একটি মাত্র পদ্ধতিগত ভাবে সঠিক মনোনয়ন জমা হয়েছে। তা গৃহীত হয়েছে।’ অর্থাৎ শমীকই যে বিজেপির পরবর্তী সভাপতি হচ্ছেন তা বলাই যায়।

বুধবার বেলা সোয়া বারোটা নাগাদই স্পষ্ট হয়ে যায় শমীক ভট্টাচার্যকে পরবর্তী সভাপতি বেছে নিতে চলেছেন বিজেপি নেতৃত্ব। জেপি নাড্ডা ফোন করে শমীক ভট্টাচার্যকে সভাপতি পদে মনোনয়ন জমা দিতে নির্দেশ দেন। সেই মতো মনোনয়ন জমা করেন শমীক।  সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিজেপি নেতা অম্বুজাক্ষ মোহান্তি মনোনয়নপত্র জমা দিতে আসেন। কিন্তু  পদ্ধতিগত ত্রুটির কারণে তা বাতিল হয়ে যায়। ফলে একমাত্র বৈধ মনোনয়ন দাঁড়ায় শমীকেরই।

রাজ‍্য বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার গত লোকসভা ভোটে জয়ী হয়ে কেন্দ্রে মন্ত্রী হয়েছেন। ফলে একব্যক্তি এক পদ নীতি অনুসরণ করে চলা বিজেপিতে তখন থেকেই জল্পনা শুরু হয়ে যায় পরবর্তী সভাপতি কে হবেন তা নিয়ে। তবে তা বিধানসভা নির্বাচনের আগে হবে কিনা তা নিয়ে প্রশ্ন ছিল। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে শমীককে পদে আনল বিজেপি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *