Salman Khan | সলমনের বাসভবনে প্রবেশাধিকারে আরও কড়াকড়ি, এবার বড় স্টারকেও দেখাতে হবে আইডি কার্ড

Salman Khan | সলমনের বাসভবনে প্রবেশাধিকারে আরও কড়াকড়ি, এবার বড় স্টারকেও দেখাতে হবে আইডি কার্ড

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লাগাতার খুনের হুমকি, প্রাণসংশয়ের আশঙ্কায় এর আগেই সলমন খান (Salman Khan) ও তাঁর বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টকে (Galaxy Condominium) কড়া নিরাপত্তায় মুড়ে দিয়েছে মুম্বই পুলিশ। তবে সম্প্রতি নিরাপত্তা বলয় টপকে সলমনের বাসভবনে দুই অনাহূতর প্রবেশ নিয়ে আবারও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাই এবার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘ভাইজান’এর বাসভবনে আরও নিরাপত্তা বাড়িয়েছে মুম্বই পুলিশ (Mumbai Police)।

জানা গিয়েছে, সলমনের বাসভবনে প্রবেশের জন্যও কড়া নিয়ম জারি করতে চলেছে পুলিশ। বলিউড সূত্রে খবর, বান্দ্রার গ্যালাক্সিতে ঢুকতে হলে দেখাতে হবে পরিচয়পত্র। এক্ষেত্রে ছাড় পাবেন না বলিউডের তারকারাও। আইডি কার্ড দেখালে তবেই বাসভবনে ঢুকতে পারবেন অতিথিরা। সোম-মঙ্গলবারের ঘটনার পরই মুম্বই পুলিশ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।

গতবছর থেকেই লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন ‘ভাইজান’। নেপথ্যে বিষ্ণোই গ্যাং। ফলে কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে সবসময় থাকতে হচ্ছে অভিনেতাকে। কারণ তাঁর নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি নেওয়া হচ্ছে না। তারউপর পরপর দুদিন অনাহূতর প্রবেশ নিয়ে আরও উদ্বেগ বেড়েছে।

গতবছর এপ্রিলে তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ করে বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য। যার জেরে বাংলোর বারান্দাটিকেও বুলেট প্রুফ কাচ দিয়ে মুড়ে ফেলা হয়েছে। গ্যালাক্সির বাইরেও সর্বক্ষণ কড়া নিরাপত্তা থাকে। তারপরও কী করে পরপর দু’দিন তাঁর বাসভবনে কেউ এভাবে ঢুকে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *