Sacked Academics | বোমা মারার পরিকল্পনা করেছেন চাকরিহারা শিক্ষকরা! বিস্ফোরক দাবি বিধাননগর পুলিশের

Sacked Academics | বোমা মারার পরিকল্পনা করেছেন চাকরিহারা শিক্ষকরা! বিস্ফোরক দাবি বিধাননগর পুলিশের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামীকাল ১৮ অগাস্ট এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের (Sacked Academics) একাংশ। আর সেই অভিযান ঘিরেই বিস্ফোরক দাবি করল পুলিশ। রবিবার ডিসি বিধাননগর অনীশ সরকার সাংবাদিক বৈঠক করে একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এনে দাবি করেন, শিক্ষক শিক্ষিকাদের মিছিল থেকে হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা নেওয়া হয়েছে। অডিয়ো ক্লিপে, পুলিশকে বোমা মারা, পাথর ছোড়া, সকেট বোমা মারার কথা বলা হয়েছে। যদিও অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ।

অনীশ সরকারের দাবি, অডিও ক্লিপে যাদের গলা শোনা গিয়েছে তাদের চিহ্নিত করা গেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশের দাবি, দুনজেই যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্য। তাদের কথায় আপত্তিজনক বেশ কিছু বিষয় রয়েছে।  সবটা খতিয়ে দেখা হচ্ছে।

যদিও চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক সুমন বিশ্বাসের বক্তব্য, “এ কন্ঠ আমার নয়। পুলিশের অভিযোগ মিথ্যা।” তিনি জানান, মঞ্চের পক্ষ থেকে আমরা বিধাননগর ইস্ট ও বিধাননগর নর্থ থানা ও বিধাননগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে  কর্মসূচির কথা জানানো হয়েছে। বেলা ১২টার সময়ে করুণাময়ী মোড় থেকে মিছিল করে আচার্য সদন এসএসসি অফিসে অভিযান করবেন তাঁরা। আলোচনার জন্য এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করার সময় চেয়েছেন। তবে পুলিশ তাদের কর্মসূচি নিয়ে যে দাবি করেছেন, তার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই বলে সুমনবাবুর দাবি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *