Sachin Yadav | বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদকহীন ভারতের সোনার ছেলে, আশা জাগালেন সচিন

Sachin Yadav | বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদকহীন ভারতের সোনার ছেলে, আশা জাগালেন সচিন

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে অপ্রত্যাশিত ফলাফলের সাক্ষী থাকল ক্রীড়া বিশ্ব। ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে (Neeraj Chopra) ছাপিয়ে নজর কাড়লেন তরুণ ভারতীয় অ্যাথলিট সচিন যাদব (Sachin Yadav )। ব্যক্তিগত সেরা পারফরম্যান্স করে তিনি চতুর্থ স্থানে শেষ করেছেন। তবে অল্পের জন্য হাতছাড়া হয়েছে ব্রোঞ্জ পদক।

ফাইনালে সচিন যাদবের সেরা থ্রো ছিল ৮৬.২৭ মিটার, যা তাঁর ব্যক্তিগত জীবনের সেরা পারফরম্যান্স। কিন্তু মাত্র ০.৪ মিটার দূরত্বের জন্য তিনি ব্রোঞ্জ পদক জিততে পারেননি। অপরদিকে, এই ইভেন্টের অন্যতম ফেভারিট এবং অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া এদিন তাঁর সেরা ফর্মের ধারেকাছে ছিলেন না। মাত্র ৮৪.০৩ মিটার থ্রো করে তিনি খালি হাতেই ফিরলেন। ২০২১ সালের টোকিও অলিম্পিকসের পর এই প্রথম কোনও প্রতিযোগিতায় নীরজ পদক ছাড়াই ফিরলেন। তাঁর এই পারফরম্যান্স, তাঁর যোগ্যতা অর্জন পর্বের ৮৪.৮৫ মিটার থ্রোর থেকেও কম ছিল।

ফাইনালে বাজিমাত করেছেন ত্রিনিদাদ ও টোবাগোর কেশরন ওয়ালকট (Keshorn Walcott)। ৮৮.১৬ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে তিনি স্বর্ণপদক জিতেছেন। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স (Anderson Peters) ৮৭.৩৮ মিটার থ্রো করে রৌপ্য পদক পান। আর মার্কিন যুক্তরাষ্ট্রের কার্টিস থম্পসন ৮৬.৬৭ মিটার থ্রো করে ব্রোঞ্জ জিতেছেন। অপরদিকে, গত অলিম্পিকের চ্যাম্পিয়ন পাকিস্তানের আরশাদ নাদিম এদিন ১০ম স্থানে শেষ করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *