উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-পাক যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার দাবি আবারও জোরালোভাবে প্রত্যাখ্যান করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার সংসদে দাঁড়িয়ে তিনি স্পষ্টভাবে জানান, ২২ এপ্রিলের পহেলগাঁও হামলার দিন থেকে ১৭ জুনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের কোনও ফোনালাপ হয়নি। জয়শঙ্করের এই মন্তব্য ভারত-পাক সম্পর্ক এবং আন্তর্জাতিক কূটনীতিতে ট্রাম্পের ‘কথিত ভূমিকা’ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
জয়শঙ্কর আরও বলেন, “আমরা ১০ তারিখে ফোন পাই যে পাকিস্তান আলোচনা করতে প্রস্তুত। আমরা জানাই, পাকিস্তান চাইলে তারা সরাসরি কথা বলুক। ব্যাস এটুকুই। ব্যবসা নিয়ে কোনও চাপ ভারতকে দেওয়া হয়নি।” এর মাধ্যমে তিনি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভারতের উপর কোনও বাণিজ্যিক চাপ সৃষ্টির গুজবকেও উড়িয়ে দেন।
বিদেশমন্ত্রীর বক্তব্যে এটা স্পষ্ট যে, পহেলগাঁও হামলার বিরুদ্ধে ভারতের জবাব এখানেই থামবে না। তিনি আরও উল্লেখ করেন, পহেলগাঁও হামলার মূল উদ্দেশ্য ছিল জম্মু ও কাশ্মীরের অর্থনীতিকে আঘাত করা এবং ভারতের জনগণের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ ছড়ানো। আন্তর্জাতিক মহলে ভারত-পাক উত্তেজনা প্রশমনে ট্রাম্পের ভূমিকার বিষয়ে নানা জল্পনা চলছে। সেই আবহেই এমন মন্তব্য করলেন জয়শঙ্কর। যদিও ভারতের পক্ষ থেকে একাধিকবার এই দাবি অস্বীকার করা হয়েছে। সোমবার জয়শঙ্করের বক্তব্য সেই অবস্থানকে আরও সুদৃঢ় করল।