Russia-Ukraine ceasefire | রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি এখনও বিশ বাঁও জলে, ফের বৈঠকের সম্ভাবনা ট্রাম্প-পুতিনের  

Russia-Ukraine ceasefire | রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি এখনও বিশ বাঁও জলে, ফের বৈঠকের সম্ভাবনা ট্রাম্প-পুতিনের  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আলাস্কায় শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক। টানা তিন ঘণ্টা ধরে চলে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক। যদিও বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো গেল না। তবে ট্রাম্পের দাবি, আলোচনা অনেকটাই সফল হয়েছে। ভালো অগ্রগতি হয়েছে। পুতিনের বক্তব্য, “যুদ্ধ বন্ধ করার জন্য সংঘাত শুরুর বিষয়গুলিকেই আগে দূরে সরাতে হবে।” যুদ্ধবিরতির জন্য ‘উদ্যোগী’ ট্রাম্পকে ধন্যবাদ জানান পুতিন। আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় হবে বলে আশাবাদী তিনি।

ভারতীয় সময় অনুযায়ী শনিবার ভোরে আলাস্কায় বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২১ সালের পর প্রথমবার শির্ষ পর্যায়ের বৈঠক দুই রাষ্ট্রপ্রধানের। মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়েই এই দ্বিপাক্ষিক বৈঠক। যুদ্ধ কি থামবে ইউক্রেন-রাশিয়ার? কেবল ইউক্রেন নয়, সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। এদিন বৈঠক শেষে ট্রাম্পের দাবি, বৈঠক ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, “আজকের বৈঠকের সূত্র ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। যদিও কিছু বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি। আমরা আশাবাদী সেই সমাধানেও আমরা খুব দ্রুত পৌঁছোতে পারব।”

ট্রাম্পের উদ্দেশে পুতিনের বার্তা, শান্তি প্রক্রিয়ায় ইউক্রেনবাসী বা রাশিয়াবাসী কেউই বাধা সৃষ্টি করবে না। এই বিষয়ে দ্বিতীয় সাক্ষাৎ হতে পারে মস্কোয়। তবে এদিনেরচ বৈঠক ‘গঠনমূলক’ বলে দাবি করেছেন তিনি।

ট্রাম্প-পুতিন বৈঠকে যুদ্ধবিরতির ‘শর্ত’ হিসাবে ‘ভূমি বিনিময়’-এর প্রস্তাব দেওয়া হতে পারে বলে আগে ইঙ্গিত দিয়েছিল মস্কো। তবে এদিনের বৈঠকের পরে বোঝা গেল, শান্তি নিয়ে স্থায়ী ও দীর্ঘস্থায়ী সমাধানে পৌঁছোতে অন্তত আরও একটি বৈঠক করবেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। এমনই ইঙ্গিত দিয়েছেন দু’জনে। মস্কোতে সেই বৈঠক হতে পারে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর দাবি, পুতিন আলাস্কায় গিয়েছেন সম্পূর্ণ ভিন্ন লক্ষ্য নিয়ে। তিনি চান, ইউক্রেনের উপর রাশিয়ার আধিপত্য বজায় থাকুক। আবার ট্রাম্পের সঙ্গে সম্পর্কও ভাল থাকুক। এদিনের বৈঠকের আগে আলাস্কায় রুশ প্রেসিডেন্টকে অভ্যর্থনা, পুতিনকে দেখে ট্রাম্পের হাততালি দেওয়া বা দুই রাষ্ট্রপ্রধানের এক গাড়িতে যাওয়া, রেড কার্পেটে স্বাগত জানানো দেখে ইউক্রেনবাসীদের মধ্যে খানিক হতাশা দেখা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *