Russia-Ukraine | দুই ঘন্টা পর শুরু, এক ঘন্টাতেই শেষ! কী হল রাশিয়া ইউক্রেন বৈঠকে?

Russia-Ukraine | দুই ঘন্টা পর শুরু, এক ঘন্টাতেই শেষ! কী হল রাশিয়া ইউক্রেন বৈঠকে?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এক ঘন্টাতেই শেষ হয়ে গেল ইস্তানবুলে অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন ‘শান্তি বৈঠক’। প্রসঙ্গত, রাশিয়ান ভুখন্ডে ইউক্রেনের বিধংসী ড্রোন হামলার একদিনের মাথাতেই আয়োজিত এই পূর্বনির্ধারিত বৈঠকের দিকে নজর ছিল সবার। তবে সোমবারের এই বৈঠক ভালোভাবেই সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন তুরস্কের জনৈক কর্মকর্তা। ২০২২ সালের পর এই দ্বিতীয় দফার শান্তি বৈঠকে মুখোমুখি হল দুই যুযুধান দেশ। এদিনের বৈঠকটি নির্ধারিত সময়ের থেকে ২ ঘন্টা পরে শুরু হলেও শেষ হয়ে যায় মাত্র এক ঘন্টার মধ্যে।

সূত্রের খবর, এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উভয় দেশই নিজেদের মধ্যে ৬০০০ হাজার সেনার মৃতদেহ বিনিময় করবে। এর পাশাপাশি বন্দি বিনিময়েও রাজি হয়েছে দুই পক্ষ। তবে স্থায়ীভাবে যুদ্ধবিরতি নিয়ে এদিনের বৈঠকে কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলেই জানা গিয়েছে। যদিও তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েব এরদোগান তাঁর বক্তব্যে এটিকে একটি ‘দুর্দান্ত বৈঠক’ হিসেবেই বর্ননা করেছেন। তিনি এও জানান যে, পুতিন, জেলেনস্কি এবং ট্রাম্পকে নিয়ে একত্রে একটি বৈঠকের আয়োজন করার ব্যাপারে আশাবাদী তিনি।

সূত্রের খবর, এদিনের বৈঠকের প্রথম দিকে পরিস্থিতি উত্তপ্ত ছিল। পরবর্তীতে তা নিয়ন্ত্রনে আসে। এদিনের বৈঠকে কিয়েভের প্রতিনিধিদলকে নেতৃত্ব দিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ। বৈঠক শেষে তিনি জানান, বন্দি বিনিময়ের ক্ষেত্রে গুরুতর আহত এবং কমবয়সীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে মস্কো নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাজি নয় বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, রাশিয়ার তরফে আগেই যুদ্ধবিরতির শর্ত সম্বলিত একটি স্মারকলিপি পাঠানো হয়েছিল ইউক্রেনে। সেই স্মারকলিপি পাওয়ার কথাও জানিয়েছেন ইউক্রেনের বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র। জুনের শেষদিকে আবার আলোচনায় বসার প্রস্তাবও দেওয়া হয়েছে ইউক্রেনের তরফে।

সোমবারের বৈঠকে রাশিয়ার তরফে উপস্থিত ছিলেন পুতিনের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি। তিনি জানান, রাশিয়া নির্দিষ্ট কিছু এলাকায় ২-৩ দিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যাতে সেখান থেকে মৃতদেহগুলি উদ্ধার করা যায়।

অপরদিকে, এদিন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি লিথুয়ানিয়ায় একটি বক্তব্য রাখতে গিয়ে জানান যে, দুই পক্ষই নতুন করে বন্দি বিনিময়ের প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও ইউক্রেনের রাষ্ট্রপতির প্রধান কর্মকর্তা আন্দ্রি ইয়েরমাক জানিয়েছেন যে, সোমবারের বৈঠক চলাকালীন রাশিয়ার কাছে একটি নির্বাসিত শিশুদের নামের তালিকা পেশ করেছেন ইউক্রেনের প্রতিনিধি দল। ইউক্রেনের দাবি, রাশিয়া জোর পূর্বক এই শতাধিক শিশুকে ইউক্রেনীয় ভূখণ্ড থেকে তুলে নিয়ে গিয়েছে। এই সব শিশুদেরকে ফিরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছে তাঁরা। এদিকে রাশিয়ার তরফে দাবি করা হয়েছে যে, ওই শিশুদের সুরক্ষার স্বার্থেই তাঁদের ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *