উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ফের ইউক্রেনে হামলা চালাল রাশিয়া। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সেনা ইউক্রেনের রাজধানী কিয়েভের কমপক্ষে ২৭টি স্থানে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন দিয়েও হামলা চালানো হয়েছে বলে খবর। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সোলোমিয়ানস্কি এবং সভিয়াতোশিনস্কি জেলায়। এই হামলায় ৬ বছরের এক শিশু সহ ৫ জন নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার কিয়েভের প্রশাসনের তরফে জানানো হয়েছে। কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো বলেছেন, ‘হামলায় কমপক্ষে ৫২ জন আহত হয়েছেন।’