Rohit Sharma | কয়েন যুদ্ধে হার চাইছিলেন অশ্বীন! টস ‘দুর্ভাগ্যে’ লারার পাশে রোহিত

Rohit Sharma | কয়েন যুদ্ধে হার চাইছিলেন অশ্বীন! টস ‘দুর্ভাগ্যে’ লারার পাশে রোহিত

ভিডিও/VIDEO
Spread the love


দুবাই: খেতাবি যুদ্ধে প্রথম বল পড়ার আগেই জোড়া রেকর্ড! ভারতীয় দল ও অধিনায়ক রোহিত শর্মার। তবে খুশির নয়। কিছুটা হতাশার। তার চেয়েও অনেক বেশি চমকে দেওয়া নজির। ২০২৩ ওডিআই ফাইনাল থেকে ওডিআই ম্যাচে টসে হার শুরু হয়েছিল।

দুবাই দ্বৈরথে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যা অটুট। সবমিলিয়ে টানা ১৫টি ম্যাচে একটানা হার! অঙ্কের নিরিখে তেত্রিশ হাজার বারের মধ্যে এরকম ঘটনার সম্ভাবনা নাকি একবার থাকে। আর সেই অবিশ্বাস্য কাজটাই করে দেখিয়েছেন ভারতীয় অধিনায়করা!

রোহিত শর্মা এর মধ্যে টানা ১২টি ম্যাচে টসে হেরেছেন। যার সুবাদে স্পর্শ করলেন ব্রায়ান লারার নজির। ১৯৯৮ সালের অক্টোবর থেকে ১৯৯৯-র মে মাস পর্যন্ত টানা এক ডজন ওডিআই ম্যাচে টসে হেরেছিলেন। ক্যারিবিয়ান যুবরাজ লারার যে আক্ষেপে আজ ভাগ বসালেন আজ রোহিত। নেদারল্যান্ডসের পিটার বোরেনকে (১১টিতে হার) অতিক্রম করে লারার পাশে রোহিত।

রোহিত শেষবার টসে জিতেছিলেন ২০২৩ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে। তারপর টস দুর্ভাগ্য জারি হিটম্যানের। দলগত টানা পনেরো নম্বর টস হারে বাকি তিনটিতে হেরেছেন রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব সামলান লোকেশ রাহুল।

টস যুদ্ধে হিটম্যানের ‘সুপার ফ্লপ শো’ নিয়ে সামাজিক মাধ্যমে মিমসে ছয়লাপ। কারও মতে রোহিতের টস করতেই নামা উচিত নয়। অন্য কাউকে টস করার দায়িত্ব দেওয়া উচিত। কারও দাবি, টসে হারুক, কিন্তু ম্যাচ হাতছাড়া করলে চলবে না।

বেচারা রোহিত! নিজের ভাগ্য নিয়ে নিজেই হাসছিলেন টসের সময়। পরে যুক্তি দেন, ‘রান তাড়া করা নিয়ে কোনও আক্ষেপ নেই আমাদের। ভালো পিচ। পিচ খুব বেশি বদলাবে না। মূল লক্ষ্য প্রথমে বোলিং করে ওদের কম রানে আটকে রাখতে হবে। টস নিয়ে অহেতুক চিন্তা করতে রাজি নই। সাজঘরে আমরা এটাই বলি। দিনের শেষে মূল কথা তুমি বাইশ গজে কতটা ভালো খেললে।’

২০০৭ টি২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের হেডকোচ লালচাঁদ রাজপুতও প্রাক্তন ছাত্রকে সমর্থন করছেন। রাজপুতের মতে, ভারতীয় ব্যাটাররা ভালো খেলছে। বিরাট কোহলি সহ মিডলঅর্ডার দারুণ ফর্মে। টসে হার ফ্যাক্টর হবে না।

টসের আগেই রবিচন্দ্রন অশ্বীন মজার সুরে বলেছিলেন, টসে জেতার দরকার নেই। রান তাড়াতে মুনশিয়ানা দেখাচ্ছেন বিরাট কোহলিরা। সেটাই বজায় থাকুক। অশ্বীনের যে দাবি পূরণ কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার টসে জিতে প্রথমে ব্যাটিং নেওয়ায়!

নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ রবিচন্দ্রন অশ্বীন বলেছেন, ‘প্রথমে স্কোর করে যেমন প্রতিপক্ষকে আটকে রাখতে সক্ষম ভারত, তেমনই রান তাড়াতেও মুনশিয়ানা দেখিয়েছে। ভারতের টসে জেতার দরকারই নেই। নিউজিল্যান্ডই জিতুক এবং ঠিক করুক ওরা কী করবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *