লাটাগুড়ি: তিন বছর পর গরুমারায় (Gorumara) শুরু হল গন্ডার শুমারি (Rhino Census)। বুধবার ভোর থেকে গন্ডার শুমারির কাজ শুরু করলেন বনকর্মী ও স্বেচ্ছাসেবকরা। গণনার কাজে সহায়তা নেওয়া হচ্ছে কুনকি হাতিদেরও। প্রথমদিনই বড় গন্ডারের সঙ্গে বেশ কয়েকটি গন্ডার শাবকের দেখা মেলায় গরুমারায় গন্ডারের সংখ্যা বাড়বে বলে আশায় বন দপ্তর।
এদিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বনকর্মী ও স্বেচ্ছাসেবকরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গণনার কাজ শুরু করেন। গরুমারার ২৬টি কুনকি হাতির পিঠে চড়ে গণনাকারীরা জঙ্গলের আনাচে কানাচে গন্ডারের খোঁজ চালান।
গরুমারা, চাপরামারি, লাটাগুড়ি (Lataguri), পানঝোরা, নাথুয়ার জঙ্গলে চলে গন্ডার গণনার কাজ। গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও দ্বিজ প্রতিম সেন জানান, ৫ ও ৬ তারিখ দু’দিন গরুমারায় চলবে এই গন্ডার শুমারির কাজ। শুমারির জন্য গরুমারার জঙ্গলে পর্যটকদের প্রবেশও দু’দিন বন্ধ থাকবে বলে বন দপ্তর সূত্রে খবর।