Rekha Gupta | জনশুনানির সময় হামলা! আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা

Rekha Gupta | জনশুনানির সময় হামলা! আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার (Rekha Gupta) উপর হামলার চেষ্টা বছর ত্রিশের এক ব্যক্তির। এদিন সকালে সিভিল লাইন্সে (Civil Strains) মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে চলছিল ‘জন শুনানি’ অর্থাৎ জনতার অভাব অভিযোগ শোনার কর্মসূতি। সেখানে অভিযোগ জানানোর ছলে রেখার উপর হামলা করা হয়।

দিল্লি পুলিশ সূত্রে খবর, মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়, চুল টেনে থাপ্পড় মারেন অভিযুক্ত। এছাড়াও শারীরিক আঘাতের চেষ্টা করা হয়। নিরাপত্তারক্ষীরা (safety guards) দ্রত মুখ্যমন্ত্রীকে সেখান থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে যান।  সিভিল লাইন্স থানার পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করছে।

প্রতি সপ্তাহে নিজের বাসভবনে জনশুনানির আয়োজন করে থাকেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সেখানেই মানুষের অভাব অভিযোগ শুনে থাকেন তিনি। স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ সেখানে ভিড় জমান। এদিনও তার ব্যতিক্রম হয়নি।

প্রবীণ বিজেপি নেতা হরিশ খুরানা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ওপর হামলা চালানো হয়েছে এই মুহূর্তে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে দেখছেন। আমরা এই হামলার কঠোর নিন্দা করছি এবং এর উচ্চপর্যায়ে তদন্ত দাবি করছি। দেখতে হবে এই হামলা রাজনৈতিক মদত পুষ্ট কিনা।’ খোরানা জানিয়েছেন হামলাকারী দিল্লির মুখ্যমন্ত্রীকে থাপ্পড় মেরে তার চুলের মুঠি ধরে নাড়িয়ে দেন। বিজেপির দাবি, এই হামলার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে।

দিল্লির মন্ত্রী মঞ্জিন্দর সিং শিরসা জানান, বিরোধীরা দিল্লির মুখ্যমন্ত্রীর মানুষের সঙ্গে মিশে কাজ করাটা সহ্য করতে পারছেন না। তদন্ত করে দেখতে হবে হামলাকারীর পেছনে কারা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *