উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন জেলবন্দি পাকিস্তান তেহরিক ই ইনসাফের (Pakistan Tehrik e Insaf) প্রতিষ্ঠাতা ইমরান খান (Imran khan)। এরই মধ্যে চমকে দিলেন ইমরানের প্রাক্তন স্ত্রী তথা সাংবাদিক রেহাম খান (Reham Khan)। পাকিস্তান রিপাবলিকান পার্টি নামে তার নিজস্ব রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেছেন তিনি। আর এই ঘোষণার মধ্যে দিয়েই রেহাম খান পুরোদস্তুর রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন বলে মনে করা হচ্ছে। ইমরানের কথা উল্লেখ করে রেহাম জানিয়েছেন, ‘আমি আগে কখনও রাজনৈতিক পদ গ্রহণ করিনি। আমি একবার কেবল একজন ব্যক্তির জন্য একটি দলে যোগ দিয়েছিলাম, কিন্তু আজ, আমি আমার নিজের শর্তে অটল।’ রেহাম খান জানিয়েছেন, তাঁর দল জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এবং শাসকগোষ্ঠীকে জবাবদিহি করতে বাধ্য করবে। তিনি আরও বলেন, যে তার নতুন দলটি পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিবেশের প্রতি মানুষের ক্রমবর্ধমান অসন্তোষের ফলশ্রুতি। রেহামের দাবি, ‘এটি কেবল একটি দল নয়, এটি রাজনীতিকে সেবায় রূপান্তরিত করার একটি আন্দোলন।’ এদিন করাচি প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে ইমরান খানের প্রাক্তন স্ত্রী বলেন, ‘২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত, আমি যে পাকিস্তান দেখেছি, সেখানে এখনও বিশুদ্ধ পানীয় জল এবং মৌলিক স্বাস্থ্যসেবার অভাব রয়েছে। এটা আর গ্রহণযোগ্য নয়।’
পাকিস্তানের পরিবারকেন্দ্রীক রাজনীতির তীব্র সমালোচনা করেন রেহাম খান। তিনি বলেন, যে তার দল কোনও আশীর্বাদ ছাড়াই তৈরি হয়েছে। আমরা এখানে ব্যক্তিগত (পারিবারিক) সাম্রাজ্যের সেবা করার জন্য আসিনি। আমাদের দলের কেউ একসঙ্গে চারটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে না এবং আমরা এখানে রাজনৈতিক খেলা খেলতেও আসিনি।’ সাংবাদিক থেকে রাজনীতিকে পরিবর্তিত হওয়া রেহাম জানিয়েছেন দ্রুত তাঁর দলের ইস্তেহার প্রকাশ করা হবে। যা পুরোপুরি সাংবিধানিক মূল্যবোধের উপর ভিত্তি করে তৈরি হবে।