RAW Chief | ‘অপারেশন সিঁদুর’-এ ভূমিকা ছিল প্রশংসনীয়, নয়া ‘র’ প্রধান হচ্ছেন আইপিএস পরাগ জৈন

RAW Chief | ‘অপারেশন সিঁদুর’-এ ভূমিকা ছিল প্রশংসনীয়, নয়া ‘র’ প্রধান হচ্ছেন আইপিএস পরাগ জৈন

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় গুপ্তচর সংস্থা‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ বা ‘র’-এর নতুন প্রধান (RAW Chief) হিসেবে নিযুক্ত হতে চলেছেন আইপিএস অফিসার পরাগ জৈন (Parag Jain)। শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি ‘র’-এর পরবর্তী প্রধান হিসেবে তাঁকে মনোনীত করেছে।

আগামী ১ জুলাই থেকে দু’বছরের জন্য ‘র’ প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ১৯৮৯ সালের ব্যাচের পঞ্জাব ক্যাডারের এই আইপিএস অফিসার (IPS officer)। বর্তমান ‘র’ প্রধান রবি সিনহার স্থলাভিষিক্ত হবেন পরাগ। আগামী ৩০ জুন মেয়াদ শেষ হতে চলেছেন রবির। রবি সিনহার পর ‘র’-এর দ্বিতীয় শীর্ষ আধিকারিক হলেন পরাগ জৈনই। বর্তমানে ‘র’-এর ড্রোন ও আকাশ-নজরদারি শাখা ‘অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার’-এর দায়িত্বে রয়েছেন তিনি।

মানব বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিগত বুদ্ধিমত্তা কার্যকরভাবে একত্রিত করার জন্য বেশ খ্যাতি রয়েছে পরাগের। বেশ কয়েকটি উচ্চ-স্তরের অভিযানের তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চলাকালীন তাঁর ভূমিকা ছিল সত্যিই প্রশংসনীয়। কারণ তাঁর নেতৃত্বে থাকা ‘অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার’-এর (ARC) দেওয়া তথ্যের ভিত্তিতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গিঘাঁটিগুলিতে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালানো সম্ভব হয়েছিল।

উল্লেখ্য, নিজের পুলিশি কর্মজীবনে পঞ্জাবে সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পরাগ। লুধিয়ানার ডিআইজি থাকাকালীন পাকিস্তান থেকে মাদকের চোরাচালান আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। এমনকি খলিস্তানপন্থী সন্ত্রাসের মোকাবিলাও করেছেন তিনি। এবার এই অভিজ্ঞ গোয়েন্দা আধিকারিকই হতে চলেছেন ‘র’ প্রধান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *