Rath Yatra 2025 | মহাসমারোহে পালিত হচ্ছে উলটো রথ, জনসমুদ্র পুরীতে

Rath Yatra 2025 | মহাসমারোহে পালিত হচ্ছে উলটো রথ, জনসমুদ্র পুরীতে

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ উলটো রথ (Rath Yatra 2025)। এক সপ্তাহ মাসির বাড়িতে কাটিয়ে দুই ভাই-বোনকে সঙ্গে করে নিজের মন্দিরে ফিরলেন জগন্নাথ দেব। সেই উপলক্ষ্যে শনিবার সকাল থেকে সেজে উঠেছে পুরীর জগন্নাথ মন্দির। দেশ-বিদেশ থেকে আসা ভক্তদের ভিড়ে জনসমুদ্র পুরীতে।

আজ মাসির বাড়ি থেকে জগন্নাথদেবের পুনর্যাত্রা করার দিন ৷ মহাসমারোহে এক সপ্তাহ পর মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফিরবেন তিনি। গুন্ডিচা মন্দির থেকে তিন ভাইবোনের রথ আসবে পুরীর মূল জগন্নাথ মন্দিরে৷ সকাল থেকেই শুরু হয়েছে ব্যস্ততা৷ এদিকে উলটো রথকে কেন্দ্র করে জনসমাগম পুরীতে। ভক্তরা হাজির হয়েছেন দেশ-বিদেশের নানান প্রান্ত। এত ভিড়ে যাতে কোনওরকম বিশৃঙ্খলা না ঘটে তার জন্য কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন৷ ভিড়ের ওপর নজর রাখছে এআই। অন্যদিকে, মৌসুমী বায়ুর অতিসক্রিয়তায় মুষলধারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরীতে৷ সেসব উপেক্ষা করেই মহাপ্রভুকে দেখার জন্য ভক্তদের ভিড়ে ঠাসা মন্দির চত্বর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *