উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রামনবমী (Ram Navami 2025) উপলক্ষ্যে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন। গোটা রাজ্যে ২৯ জন আইপিএস অফিসারকে বিশেষ দায়িত্বে রাখা হয়েছে। যে যে রাস্তায় মিছিল যাবে, সেখানে পুলিশ পিকেটিং থাকবে। ড্রোন, সিসিটিভি এবং ভিডিওগ্রাফির মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হচ্ছে।
একইসঙ্গে রাজ্যের দশটি জেলা ও পুলিশ কমিশনারেটকে সংবেদনশীল বলে ঘোষণা করা হয়েছে। আসানসোল, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ জেলা ও জেলার কমিশনারেটগুলিকে সতর্ক করা হয়েছে।
আগামীকাল রামনবমী উপলক্ষ্যে বিজেপি (BJP)-র যেমন মিছিল রয়েছে, তেমনই পথে নামছে তৃণমূলও। শুধু কলকাতা নয়, আসানসোল, শিলিগুড়ির মতো হিন্দিভাষী মানুষের বসবাস যেখানে বেশি, সেই এলাকাগুলিতেও মিছিল করবে রাজ্যের শাসকদল। কলকাতা পুলিশ জানিয়েছে, আগামীকাল তাদের কুইক রেসপন্স টিম তৈরি থাকবে। হেস্টিংস, এন্টালি, কাশীপুর সহ যেসব জায়গায় বড় মিছিল হয়, সেখানে পদস্থ আধিকারিকরা থাকবেন। থাকছে বাইকে টহলদারির ব্যবস্থা। এনিয়ে এদিনই লালবাজারে আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
পুলিশের একটি সূত্রে খবর, গত বছর রামনবমীতে কমবেশি ৬০টি মিছিল হয়েছে কলকাতায় (Kolkata)। এবারও সংখ্যাটি তেমনই থাকবে বলে মনে করা হচ্ছে। হাওড়া, হুগলি, ব্যারাকপুর, মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় পুলিশের ২৯ জন আইপিএস পদমর্যাদার অফিসারকে শনিবার থেকেই বিশেষ দায়িত্ব দেওয়া হবে। সোমবার পর্যন্ত তাঁরা ওই দায়িত্বে থাকবেন।