Ram Navami | প্রধানমন্ত্রীর নীচে শুভেন্দুর ছবি! রামনবমীর পোস্টার ঘিরে সমালোচনার ঝড়

Ram Navami | প্রধানমন্ত্রীর নীচে শুভেন্দুর ছবি! রামনবমীর পোস্টার ঘিরে সমালোচনার ঝড়

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রামনবমীর (Ram Navami) পোস্টার ঘিরে বিতর্ক! পোস্টারে নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ছবির নীচে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) ছবি। উত্তর কলকাতার একাধিক জায়গা ছেয়েছে এই পোস্টারে। যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

যদিও এই পোস্টারে বিতর্কের কিছু দেখছেন না প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর কথায়, ‘এটা কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয়। আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি যদি কারোর বিয়েতে যাই, তাহলে সেটা রাজনৈতিক অনুষ্ঠান হতে পারে না। আমাকে যদি ডাকে রামনবমীর মিছিলে হাঁটতে। তাহলে অবশ্যই হাঁটব। একজন হিন্দু হিসাবে অবশ্যই হাঁটব। আমরা যে জয় শ্রী রাম বলি, এটা কোনও ধার্মিক স্লোগান নয়। ভুল করে ওরা।’

তবে পোস্টার নিয়ে সুর চড়িয়েছেন ফিরদাহ হাকিম। তিনি বলেন, ‘এখন দেখছি, ওরা একটা নতুন ইস্যু তৈরি করছে। সাম্প্রদায়িকতার ইস্যু। কিন্তু এখন এটাতে খুব বেশি লাভ হবে না। এভাবে ভোট পাওয়া যায় না।’

প্রসঙ্গত উল্লেখ্য, পুলিশের (Police) পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, রামনবমীর আগে পোস্টার-প্ল্যাকার্ড লাগিয়ে হিংসা ছড়ানোর ছক রয়েছে বেশ কিছু সংগঠনের। কেউ যেন কোনও প্ররোচনায় পা না দেন, এই আর্জি জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *