শিলিগুড়ি: বাংলায় করা প্রশ্ন বুঝতে পারলেন না দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্ত। রবিবার উত্তরকন্যা অভিযান উপলক্ষে বিজেপির প্রস্তুতি খতিয়ে দেখতে যান রাজু। সেখানেই এক সাংবাদিক তাঁকে বাসের অপ্রতুলতা নিয়ে প্রশ্ন করেন। যার উত্তরে সাংসদ সরাসরি বলেন, ‘বাংলায় নয় হিন্দিতে প্রশ্ন করুন।’ আর তাঁর এই মন্তব্য ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক। প্রশ্ন উঠেছে বাংলা থেকে নির্বাচিত একজন সাংসদ কেন বাংলায় করা প্রশ্ন বুঝতে পারবেন না?
এমনিতেই তৃণমূল সবসময় বিজেপিকে বাংলা বিরোধী বলে অভিযোগ তুলে সুর চড়ায়। বিজেপি শাসিত ভিনরাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারেরও অভিযোগ তোলে তারা। এবার বিজেপি সাংসদ বাংলা না বুঝতে পারায় ঘুরিয়ে তৃণমূলের তোলা অভিযোগের সারবত্তা অনেকাংশেই প্রমাণিত হল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
যদিও বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুলতে চাননি বিজেপির কেউই। তবে অনেকেই বলছেন, কীর্তি আজাদ, ইউসুফ পাঠানের মতো বহিরাগত অবাঙালিদের সাংসদ করেছে তৃণমূল। যারা কেউ বাংলা ভাষার বিন্দু বিসর্গ জানে না। ফলে বিজেপিকে বাংলা বিরোধী বলার আগে তৃণমূল কংগ্রেসের ভেবে দেখা উচিত।