Rajnath Singh | চলতি সপ্তাহেই চিন সফরে যাচ্ছেন রাজনাথ, কী নিয়ে আলোচনায় গুরুত্ব দিচ্ছে ভারত

Rajnath Singh | চলতি সপ্তাহেই চিন সফরে যাচ্ছেন রাজনাথ, কী নিয়ে আলোচনায় গুরুত্ব দিচ্ছে ভারত

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নয়াদিল্লি: সাংহাই সহযোগিতা পরিষদের (এসসিও) বৈঠকে যোগ দিতে আগামী ২৫-২৬ জুন চিনের কিংডাও সফর করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এসসিও সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি আসন্ন চিন সফরে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুন এবং রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি রয়েছে রাজনাথের। কূটনৈতিক সূত্রে খবর, বেলোসভের সঙ্গে ইউক্রেন, ইরান নিয়ে আলোচনা হবে তাঁর। চিনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনায় গুরুত্ব পাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি)।

২০২০-র গালওয়ান সংঘর্ষের পর এলএসির ৮৩২ কিলোমিটার জুড়ে দু’দেশই লক্ষাধিক সেনা মোতায়েন করেছিল। কোর কমান্ডার স্তরের দফায় দফায় আলোচনার পর সেই বাহিনীর একাংশকে সরিয়ে নেওয়া হলেও পূর্ব লাদাখের কিছু অংশে অচলাবস্থা বজায় রয়েছে। সেই জট কাটিয়ে গালওয়ান পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার ক্ষেত্রে রাজনাথ-ডং মুখোমুখি আলোচনা কার্যকরী ভূমিকা নিতে পারে বলে কূটনৈতিক মহলের ধারণা। এদিকে কয়েক সপ্তাহ আগে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিকে নিশানা করেছে ভারত। সেই অভিযানের পর রাজনাথের প্রথম চিন সফর স্বাভাবিকভাবে বাড়তি গুরুত্ব পাচ্ছে।

এসসিও বৈঠক উপলক্ষ্যে ২৫-২৬ জুন কিংডাওয়ে থাকবেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। তাঁর সঙ্গে অবশ্য রাজনাথের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই বলে প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানানো হয়েছে। শনিবার জম্মু ও কাশ্মীরের উধমপুরে নর্দার্ন কমান্ডের সেনাদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা শুধু ওদের পরিকল্পনাই ব্যর্থ করিনি, এমন প্রতিশোধ নিয়েছি যে, পাকিস্তান হাঁটু মুড়ে বসতে বাধ্য হয়েছে। ভারতের মাটিতে যে কোনও ধরনের সন্ত্রাসবাদী হামলার জন্য পাকিস্তানকে খুব বড় দাম দিতে হবে।’ অপারেশন সিঁদুর শেষ হয়নি বলেও এদিন পাকিস্তানকে ফের সতর্ক করেছেন রাজনাথ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *