বেলাকোবা: জীবন অতিষ্ঠ করে তুলেছে মাছি। আর সেই মাছির দৌরাত্ম্য বন্ধের দাবি জানিয়ে রাজগঞ্জ ব্লকের একটি পোলট্রি ফার্মের গেটে তালা লাগিয়ে দিলেন গ্রামবাসীরা। রাজগঞ্জ (Rajganj) ব্লকের কুকুরযান অঞ্চলের ময়নাডাঙ্গী এলাকার কান্তি পাড়া মান্তাপাড়া এলাকার কয়েকটি পোল্ট্রি ফার্মের মাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন প্রায় দেড় হাজার গ্রামবাসী।
অভিযোগ, দীর্ঘ ৮ বছর ধরে ময়নাডাঙ্গী এলাকাতে তৈরি হয়েছে পোল্ট্রি ফার্ম। আর এই ফার্মের বর্জ্য থেকে তৈরি হচ্ছে মাছি ও দুর্গন্ধ। আর এই মাছিই ছড়িয়ে পড়ছে পার্শ্ববর্তী এলাকার গ্রামগুলিতে। বাড়ি, ঘর, উঠোন থেকে শুরু করে রাস্তাঘাট, কোথাও বেরোনোর উপায় নেই। মিতালি রায়, রেবতী বর্মণদের অভিযোগ, শান্তিতে খাবার খাওয়া তো দূরের কথা, রান্না পর্যন্ত করা অসম্ভব হয়ে উঠেছে এই মাছির কারণে। মাছির কারণে এলাকায় রোগও ছড়াচ্ছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। বাধ্য হয়েই এদিন পোলট্রি ফার্মের গেটে তালা মেরে বিক্ষোভ শুরু করে এলাকাবাসী। ঘটনাস্থলে উপস্থিত হয় রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। হ্যাচারি মালিক পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে আলোচনার পর ৭ দিনের মধ্যে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলে আন্দোলন তুলে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন গ্রামবাসীরা। হ্যাচারি কোম্পানির ম্যানেজার চন্দন কুমার গাইন জানিয়েছেন, সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।