উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা দেশ। এই ঘটনায় তৃণমূলের নাম জড়িয়ে যাওয়ায় অস্বস্তিতে শাসকদল। এবার দলের নেতা কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে শাসকদলের আরও অস্বস্তি বাড়ালেন টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার (Rajanya Halder)। রাজন্যার অভিযোগ, এআইয়ের মাধ্যমে তাঁর নগ্ন ছবি তৈরি করে ছড়িয়েছে তৃণমূলের দাদারাই। এমনকী সেই ছবি রয়েছে কসবা গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত মনোজিতের মোবাইলেও।
রাজন্যার অভিযোগ, ২১শে জুলাইয়ের সমাবেশে ভাষন দেওয়ার পর থেকেই দলের একাংশের কাছে তিনি চক্ষুশূল হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ার তাঁর পোস্টে অশ্লীল মন্তব্য করেছে তাঁরই দলের একাংশ। এমনকী এআইয়ের সাহায্যে নগ্ন ছবি তৈরি করে তৃণমূল ছাত্রপরিষদের দাদারা জুনিয়রদের দেখাতেন। এই ঘটনায় তিনি অত্যন্ত অপমানিত হয়েছেন। রাজন্যার প্রশ্ন, “আমি যদি টুকরো টুকরোভাবে এত কিছু জানতে পারি, যারা বহু বছর ধরে সংগঠনের শীর্ষে রয়েছে, তারা জানত না?” তাঁর মতে, দলের অন্দরে এক ধরনের ‘দাদা সংস্কৃতি’ গড়ে উঠেছে, যেখানে কিছু পুরুষ নেতার প্রভাব এতটাই বেশি যে তারা মেয়েদের সম্মান নিয়ে খেলতে দ্বিধা করে না। রাজন্যা স্পষ্ট জানিয়েছেন, “এই দাদাদের কোনও দল হতে পারে না। তবুও বলছি, ওরা তৃণমূলের নাম ভাঙিয়ে এসব করছে।”
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আরজি কর থেকে শুরু করে কালীগঞ্জ, সম্প্রতি কসবা কলেজের মতো একের পর এক ঘটনায় যথেষ্টই চাপে রয়েছে শাসক দল। যদিও রাজন্যার এহেন অভিযোগ নিয়ে টক টু মেয়র অনুষ্ঠানে প্রশ্ন তোলা হলে পাত্তাই দেননি মেয়র ফিরহাদ হাকিম।