Raj Thackeray | সমাজমাধ্যম নয়, বই থেকে ইতিহাস পড়ার পরামর্শ রাজ ঠাকরের

Raj Thackeray | সমাজমাধ্যম নয়, বই থেকে ইতিহাস পড়ার পরামর্শ রাজ ঠাকরের

শিক্ষা
Spread the love


মুম্বই: সমাজমাধ্যম থেকে ইতিহাস শিখলে হবে না। ইতিহাস পড়তে হবে বই থেকে। দেশের সঠিক ইতিহাস জানার জন্য এই মন্তব্য করেছেন হিন্দুত্বের পোস্টার বয় রাজ ঠাকরে (Raj Thackeray)।

অতি সম্প্রতি একটি সিনেমায় তুলে ধরা ঐতিহাসিক ঘটনাবলির প্রেক্ষিতে কিছু হিন্দুত্ববাদী সংগঠন মোগল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে ব্যাপক বিক্ষোভ করেছে। তারা সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা করে। বিষয়টিকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা উসকানোর প্রচেষ্টার নিন্দা করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে।

রবিবার শিবাজি পার্কে সভায় রাজ ঠাকরে জাতি ধর্মের লেন্সে ইতিহাসকে না দেখতে বলেছেন। সামাজিকমাধ্যম থেকে ইতিহাসকে না দেখে বিশ্বাসযোগ্য উৎস থেকে ইতিহাস পড়া দরকার। তিনি ছত্রপতি শম্ভাজিনগর জেলায় ঔরঙ্গজেবের সমাধি নিয়ে বিতর্ক তৈরির রাজনৈতিক প্রচেষ্টার নিন্দা করেছেন। রাজের কথা, ‘আমরা জলাভূমি, গাছপালা নিয়ে চিন্তিত নই। কিন্তু ঔরঙ্গজেবের সমাধি নিয়ে চিন্তিত।’ বিভেদমূলক রাজনীতির শিকার হওয়ার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। রাজ জানিয়েছেন, ইতিহাসের নামে মানুষকে লড়াই করতে বাধ্য করানো হচ্ছে। রাজনীতিবিদরা সংঘাতে ইন্ধন জোগাতে এই বিষয়গুলিকে কাজে লাগাচ্ছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *