রায়গঞ্জ: ফুলশয্যা অপূর্ণই থেকে গেল নবদম্পতির, বদলে নববধূকে খুনের অভিযোগে যেতে হল শ্রীঘরে! ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার পুড়িয়া মহেশপুর এলাকায়। গতকাল বৌভাতের আসর থেকে লিপি রায়(১৯) নামের ওই নববধূকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের খবর,২০২৪ সালের ২৯ নভেম্বর কালিয়াগঞ্জের রাধিকাপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই প্রতিবেশীর মারপিটের জেরে রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কালিয়াগঞ্জের রাধিকাপুরের বাসিন্দা সরল রায়ের (৪৫)। সেই ঘটনায় দুই পক্ষ থেকেই অভিযোগ ও পালটা অভিযোগ দায়ের হয়। খুনের অভিযোগে ওই নববধূর বাবা বিষ্ণু রায় সহ ৬ জনকে গ্রেপ্তার করে কালিয়াগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় দায়ের হওয়া অভিযোগপত্রে নাম ছিল লিপি রায়েরও। সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল পুড়িয়া মহেশপুর এলাকায় ওই নববধূকে তাঁর বৌভাতের আসর থেকে গ্রেপ্তার করে কালিয়াগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।
এই প্রসঙ্গে রায়গঞ্জ সিজিএম কোর্টের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন,“ জমি বিবাদের জেরে এক ব্যক্তি খুন হন। সেই ঘটনায় অভিযুক্ত বধুর নাম এফআইআর-এ ছিল। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এদিন আদালতে পেশ করলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দেন।”