রায়গঞ্জ: রায়গঞ্জ বনবিভাগের উদ্যোগে রবিবার ভোরে শুরু হল কুলিক পক্ষীনিবাসে পাখি গণনা। আগামীকাল পর্যন্ত এই গণনা চলবে বলে জানা যায়। রায়গঞ্জ(Raiganj)কুলিক পাখিরালয়ে পাখি গণনায় অংশ নেয় বনবিভাগের পাশাপাশি রায়গঞ্জের বিভিন্ন পশুপ্রেমী সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা, ফটোগ্রাফার, শিক্ষক এবং পড়ুয়ারা। মোট পাঁচটি দল গণনায় অংশ নিয়েছে। একটি দলে রয়েছে ১০ থেকে ১২ জন সদস্য। রায়গঞ্জের কুলিক পাখিরালয় হল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ওপেন বিল স্টক বা শামুকখোল পাখির আবাসস্থল। এছাড়াও এখানে নাইট হেরন, কর্মরেন্ট ও ইগ্রেটের মত পরিযায়ী পাখিরা ভিড় জমায় বছরের নির্দিষ্ট সময়ে। উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলসের সম্পাদক শিক্ষক গৌতম তান্তিয়া বলেন, ‘আজ পক্ষীনিবাসের বাইরের দিকে গণনা করা হল। আগামীকাল ভেতরে গণনার কাজ হবে। প্রতিটি গাছে পাখির বাসার সংখ্যা গুণে মোট পাখি গণনা করা হবে। এবারে পরিযায়ী পাখিদের সংখ্যা অনেকটা বেশি হওয়ায় উচ্ছ্বসিত সকলে।’
নর্থবেঙ্গল ফটোগ্রাফি ক্লাবের সম্পাদক বাসুদেব চক্রবর্তী বলেন, ‘রায়গঞ্জে(Raiganj)এবারে আবহাওয়া যথেষ্ট অনুকূল তাই আশা করছি পাখির সংখ্যা গতবারের সংখ্যাকে ছাড়িয়ে যাবে।’ রায়গঞ্জ বনবিভাগের আধিকারিক ভূপেন বিশ্বকর্মা বলেন, ‘দু’দিনের এই গণনা চলবে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত। গাছ পিছু পাখি গুণে মোট পাখি গণনা করা হবে।’ ২০২০ সালে এই পাখিরালয়ে পরিযায়ী পাখির সংখ্যা ছিল ৯৯৬৩১টি, ২০২১ সালে ৯৮৭৩৯টি, ২০২২ সালে মোট ৯৯৩৯৩টি , ২০২৩ সালে ৭৮১৪১ টি এবং ২০২৪ সালে ৯৬৭১৯টি পাখি এসেছিল কুলিক পক্ষীনিবাসে।