রায়গঞ্জ: বাল্য বিবাহ (Child Marriage) রোধ করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে নানান প্রকল্প চালু করা হয়েছে। সেই সব প্রকল্পগুলির বাস্তবায়নে সরকারি উদ্যোগ নেওয়া হলেও সেভাবে সাড়া মিলছে না। গ্রামীণ এলাকা থেকে প্রায়শই উঠে আসে বাল্য বিবাহের খবর। তাই বাল্য বিবাহ রোধ করতে এক অভিনব উদ্যোগ নিল রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েত।
রামপুর ও মহারাজা গার্লস হাই স্কুলের ৬৪ জন পরীক্ষার্থীকে বাল্য বিবাহের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা বর্মন রায়। উপস্থিত ছিলেন ব্লক সুপারভাইজার সুব্রত সাহা, ব্লকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দেবপ্রিয়া প্রামাণিক সহ অন্যরা।
পরীক্ষার্থীরা শপথ বাক্য পাঠ করে বলেন, ‘আমি নিজেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলব এবং ২১ বছরের পূর্বে বিবাহ সূত্রে আবদ্ধ হব না। কন্যাশ্রীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হচ্ছি।’
অন্যদিকে, রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা বর্মন রায় বলেন, ‘শপথ বাক্য পাঠের মাধ্যমে মেয়েদের সচেতন করা হল। এরফলে বাল্য বিবাহের প্রবণতা কমবে। শিক্ষা প্রাধান্য পাবে। তারা আগামী দিনে আরও বড় হয়ে উঠবে।’