রায়গঞ্জ: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার বিভাগে প্র্যাকটিক্যাল ক্লাস চলাকালীন পিজি প্রথম সিমেস্টারের ছাত্রীর গায়ে অসাবধানবশত সালফিউরিক অ্যাসিড পড়ে যায়। সেই অ্যাসিডে গুরুতর জখম হয়েছেন ওই ছাত্রী। গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। বর্তমানে ছাত্রীর চিকিৎসা চলছে মেডিকেলের বার্ন ওয়ার্ডে।
জানা গিয়েছে, এদিন সেরিকালচার বিভাগের এক স্কলার প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছিলেন। টেস্ট টিউবে সালফিউরিক অ্যাসিড নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন প্রথম সিমেস্টারের ছাত্রী জুপি তারা। অসাবধানবশত আচমকা টেস্ট টিউবগুলি ছাত্রীর কোলের মধ্যে পড়ে যায়। তাঁর শরীরের একাধিক জায়গা অ্যাসিডে দ্বগ্ধ হয়।
বিভাগীয় প্রধান সৌমেন সাহা বলেন, ‘এদিন এক অধ্যাপকের ক্লাস ছিল, কিন্তু তিনি ছিলেন না। প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছিলেন অন্য এক স্কলার। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে গেছে। ছাত্রীর বাড়ি অসমে। আমরা ছাত্রীর বাড়ির সঙ্গে যোগাযোগ করেছি। রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসা চলছে।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দূর্লভ সরকার বলেন, ‘আমি অধ্যাপকদের মেডিকেল কলেজে গিয়ে ছাত্রীর চিকিৎসার সব রকম ব্যবস্থা করতে বলেছি। বিভাগীয় প্রধানকে পরিবারের সঙ্গে কথা বলতে বলেছি। উপাচার্যকে বিষয়টি জানানো হয়েছে।’